আমাদের কথা খুঁজে নিন

   

পুঁজিবাজারে চাঙ্গাভাব অব্যাহত

সপ্তাহের প্রথম দিন রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক সূচক বেড়েছে ৩০ পয়েন্ট।

এদিন হাতবদল হয়েছে প্রায় ৬২০ কোটি টাকার শেয়ার, যা আগের দিনে চেয়ে ১০২ কোটি টাকা বেশি।

গত সপ্তাহে ডিএসই সার্বিক সূচক বেড়েছে ৯৪ পয়েন্ট। দৈনিক গড় লেনদেন আগের সপ্তাহের তুলনায় ১০০ কোটি টাকা বেড়ে ৪৫৭ কোটি টাকা হয়েছিল।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আগের দিনের চেয়ে ৮ কোটি টাকা বেড়ে ৬১ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।

দিনশেষে সিএসই সূচকও ৬৯ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭৩২ পয়েন্ট হয়েছে।

রোববার ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ১৬৪টির দাম বেড়েছে, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দাম।

ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ২১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৭৭ পয়েন্ট হয়েছে।

আগের সপ্তাহে ডিএসইতে সূচক বাড়ে ১১৩ পয়েন্ট, দৈনিক গড়ে লেনদেন হয় ৩৫৭ কোটি টাকা।

তার আগের দুই সপ্তাহে ৯৯ পয়েন্ট সূচক কমেছিল ডিএসইতে, দৈনিক গড় লেনদেন হয়েছিল ৪৭৭ ও ৫১২ কোটি টাকা ।

তার আগের ১১ সপ্তাহে ডিএসইতে সার্বিক সূচক বাড়ে ২০০ পয়েন্ট। এই সময়ে দৈনিক সর্বনিম্ন গড় লেনদেন ছিল ২০০ কোটি টাকা, সর্বোচ্চ গড় লেনদেন ছিল ৬৯৭ কোটি টাকা।

গত বছর ডিএসইতে সূচক বাড়ে ১৭০ পয়েন্ট বা ৪ দশমিক ৩০ শতাংশ, দৈনিক গড়ে লেনদেন হয় ৪০০ কোটি টাকার শেয়ার, যা আগের বছর ছিল ৪২০ কোটি টাকা।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.