আমাদের কথা খুঁজে নিন

   

বেপরোয়া চট্টগ্রামের টিকিট কালোবাজারিরা

ঈদ সামনে রেখে চট্টগ্রাম রেলস্টেশনে টিকিট কালোবাজারি ও ছিনতাইকারীরা বেপরোয়া হয়ে উঠেছে। স্টেশনে টাকার বিনিময়ে বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী ও ক্রেতাদের গাড়ি পার্কিংয়ের সুযোগ দিচ্ছে নিরাপত্তা বাহিনী। এতে ট্রেনযাত্রীদের গাড়ি রাখতে অসুবিধা হচ্ছে। এ ছাড়া রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) কয়েক সদস্যের সহযোগিতায় ৮-১০ জন হিরোইনসেবীর চাঁদাবাজিতে স্টেশনের ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে পড়েছেন। এ বিষয়ে সদরঘাট থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও কোনো কাজ হয়নি বলে জানা গেছে। খোঁজ নিয়ে জানা যায়, রেলের কয়েকজন চিহ্নিত কর্মকতা ও তাদের ছেলেরা কাপড়ের ব্যবসার আড়ালে টিকিট কালোবাজারি করছেন। এদিকে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা রেয়াজউদ্দিন বাজার, নিউমার্কেটসহ আশপাশের মার্কেটের ব্যবসায়ী ও ক্রেতাদের কাছ থেকে দৈনিক ৫০ টাকার বিনিময়ে অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের সুযোগ দিচ্ছেন। তমব স্টেশন এলাকায় ট্রেনযাত্রীদের গাড়ি ও চলাচলের সুবিধার্থে স্টেশন ম্যানেজারসহ দায়িত্বশীল কর্মকর্তারা একাধিকবার তাগাদা দিলেও রেল নিরাপত্তা বাহিনী ব্যবস্থা নিচ্ছে না।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.