আমাদের কথা খুঁজে নিন

   

ক্রিকেটেও ফিটনেসের ঘাটতি

ইংল্যান্ড লায়ন্স ও পাঁচটি কাউন্টি ক্রিকেট দলের বিপক্ষে মোট ৮টি ওয়ানডে খেলবে বাংলাদেশ 'এ'। এ সিরিজ খেলতে আগামীকাল ইংল্যান্ড যাচ্ছে 'এ' দল। এমার্জিং ক্রিকেট টুর্নামেন্ট খেলতে অনূধর্্ব-২৩ দল সিঙ্গাপুর যাবে এ মাসে। জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়া অধিকাংশ ক্রিকেটারই এ দুই দলের সদস্য। বিশেষ করে 'এ' দলের।

গতকাল জাতীয় দল, 'এ' দল ও এমার্জিং দলের ক্রিকেটারদের ফিটনেস লেবেল রিপোর্ট জমা দিয়েছেন ট্রেনার স্টুয়ার্ট কার্পিনেন। যাতে উল্লেখ রয়েছে, পাঁচ-ছয় ক্রিকেটারের ফিটনেস একেবারে তলানিতে। ক্রিকেটারদের ফিটনেসের বিষয়টি স্বীকারও করেছেন প্রধান নির্বাচক আকরাম খান।

বাংলাদেশ সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেছে গত এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে। এরপর টানা বিরতি।

এ বিরতিটাকেই কাজে লাগিয়েছেন কোচ শেন জার্গেনসন ও টিম ম্যানেজমেন্ট। এ দীর্ঘ বিরতিতে ক্রিকেটারদের ফিটনেস লেভেলটা যাতে আন্তর্জাতিক মানে উন্নীত হয়, সে জন্য ১৩ জুন থেকে ৩২ ক্রিকেটার নিয়ে শুরু হয় ফিটনেস ক্যাম্প। ইংল্যান্ডে ফ্রেন্ডস লাইফ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য কন্ডিশনিং ক্যাম্পে অংশ নেননি সাকিব আল হাসান। বিয়ের জন্য শুরুতে অংশ নেননি তামিম ইকবাল। পরে অংশ নেন তিনি।

অবশ্য এ দুই তারকা ক্রিকেটার শেষ পর্যন্ত দলের সঙ্গে অনুশীলন করেননি। বিশেষ করে সাকিব যোগদানই করেননি অনুশীলনে ফ্রেন্ডস লাইফ টি-২০ টুর্নামেন্ট ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলার জন্য। জুনে অনুশীলন শুরুর পর দুবার বিরতি, পরে কন্ডিশনিং ক্যাম্প। এ বিরতির মধ্যে ক্রিকেটাররা কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের মধ্যে ভাগ হয়ে। এ প্রস্তুতি ম্যাচ দেখেই আকরাম খানের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল বাছাই করে 'এ' দল, যার নেতৃত্বে জাতীয় দলের ওপেনার জহুরুল ইসলাম অমি।

কন্ডিশনিং ক্যাম্পে ক্রিকেটারদের ফিটনেস বাড়ানোর জন্য কার্পিনেন রানিং, স্ট্রেচিং, ফিল্ডিং, ক্যাচিং সব করিয়েছেন ট্রেনার। এ কন্ডিশনিং ক্যাম্পে সবচেয়ে লাভবান হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মাশরাফি গত ফেব্রুয়ারিতে বিপিএলের দ্বিতীয় আসরের ফাইনালে ব্যথা পেয়েছিলেন গোড়ালিতে। সে ব্যথার জের টানছেন গত পাঁচ মাস। এখন অনেক বেশি সুস্থ বলে মনে করেন তিনি, 'আগের চেয়ে অনেক বেশি সুস্থ বোধ করছি।

বোলিং করছি। তবে আগের সেই রিদম হয়তো পাচ্ছি না। কিন্তু আগের চেয়ে সুস্থ বোধ করছি। ' নড়াইল এঙ্প্রেস ধীরে ধীরে তার আগের অবস্থা ফিরে পেলেও শাহরিয়ার নাফিসসহ কয়েকজন ক্রিকেটারের ফিটনেস একেবারে নিচের দিকে। কোনো ক্রিকেটারের নাম উল্লেখ না করেই প্রধান নির্বাচক বলেছেন, 'আজ (গতকাল) কার্পিনেন ক্রিকেটারদের ফিটনেস রিপোর্ট জমা দিয়েছেন।

সেখানে ক্রিকেটারদের ফিটনেস লেভেল সম্পর্কে উল্লেখ করা হয়েছে। পাঁচ-ছয় ক্রিকেটারের ফিটনেস লেভেল গড়পড়তা মানের নয়। তাদের ফিটনেস লেভেল একেবারে তলানির দিকে। ' নাম প্রকাশ না করলেও শোনা যায় শাহরিয়ার নাফিস, মাশরাফি বিন মর্তুজা, শামসুর রহমান শুভ, সোহাগ গাজী, ইলিয়াস সানি ও জিয়ারউর রহমানের ফিটনেস তলানিতে। ক্রিকেটারদের ফিটনেস লেভেল দেখেই আগামী অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দল গোছানো হবে।

এতে করে অনেক নিয়মিত মুখ বাদ পড়লে অবাক হওয়ার কিছু থাকবে না।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।