আমাদের কথা খুঁজে নিন

   

মাদারবোর্ড RAM ঠিকমত ডিটেক্ট করতে পারছেনা...!!! ....টেকি ভাইরা কেউ থাকলে এগিয়ে আসেন!!



কিছুক্ষন আগে লক্ষ্য করলাম যে, আমার পিসির উইন্ডোজ মাত্র ৪ গিগা RAM দেখাচ্ছে!!! যেখানে ৬ গিগা দেখানোর কথা!!! প্রথমে ভাবলাম উইন্ডোজের সমস্যা!! তাই ভয় তেমন পেলামনা!! কিন্তু বায়োসে ঢুকেই তো আমার গা ঘেমে যাওয়া শুরু হয়ে গেল!!! সেখানেও একই ব্যাপার!!! কেসিং খুলে RAM গুলো নতুন করে খুলে লাগালাম!! তবুও কোনো সমাধান হলনা!! কোনো একটা স্লটের ২ গিগা RAM কেমন জানি বায়োস ডিটেক্ট করছেনা!! বুঝতে পারছিনা কোন স্লটের। শুধু জানি যে কারনেই হোক ২ গিগা RAM মাদারবোর্ড ডিটেক্ট করতে পারছেনা। বায়োসের সেটিং ডিফল্ট করে দিয়েও সমস্যার সমাধান হলনা!! আগে সব কিছুই ঠিক ছিল। কিন্তু কবে থেকে মাদারবোর্ড ২ গিগা RAM ডিটেক্ট করতে পারছেনা তাও জানিনা!! হঠাৎ করেই এই মধ্য রাতে সমস্যাটা চোখে পড়ল। চরম ভয়ের মধ্যে আছি!! হার্ডওয়্যার গুলোর ওয়ারেন্টি পিরিওড মনে হয় কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে!!! RAM এ সমস্যা হলে না হয় পাল্টে নেওয়া যাবে কম সময়ের মধ্যে!! কিন্তু মাদারবোর্ডে সমস্যা হলে দোকানদার কি যে বাহানা করবে বুঝতে পারছিনা!! কারন মাদারবোর্ড টা মুটামুটি দামী এবং মার্কেটে এভেইলেবল না!!! খুব কষ্টে দোকানদারের মাধ্যমে ঢাকার "গ্লোবাল কম্পিউটার" থেকে সংগ্রহ করেছি!!! টেকি ভাইরা, মাদারবোর্ডের ছবিটা দিলাম!! জানিনা কোনো কাজে লাগবে কিনা!! দয়া করে পরামর্শ দিন যে, এখন আমি কি করতে পারি??????!!!! রাতে তো মনে হয় চিন্তায় ঘুম আসবেনা!!!! আমার পিসির কনফিগ হলঃ Processor: Core i7 920 2.67 Ghz Motherboard: Asus P6T (X58 Chipset) RAM: Twinmos 3*2GB= 6GB DDR-3 1333 Bus ..... HDD: Hitachi 1 TB.... etc..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.