আমাদের কথা খুঁজে নিন

   

সাপ্তাহিক ২০০০ এর প্রচ্ছদ যখন আমি

আমি বাংলার...।
সাপ্তাহিক ২০০০ এ ১০ বর্ষ ১৩ সংখ্যা ( ১০ আগস্ট ২০০৭ ) -র প্রচ্ছদ প্রতিবেদন লিখা হয়েছিল আমাকে নিয়ে। আমি তখন জেলে। শুভ কিবরিয়া গিয়েছিলেন আমাদের বাড়ীতে। শুনে এসেছেন আমার ছোট্ট মেয়ে জুথির কান্না।

সেই লেখা ট্যাগ করা হয়েছিল সামহয়ার ইন এ । এক গুচ্ছ কবিতা ১ আমি এক ফেরারী লক্ষ্যহীন ঘুরে ফেরা উদ্দেস্যহীন দেখা এই চলছে প্রতিদিন। কত নিকটজন দুরে সরে যায় আপন হয়ে যায় পর ফেরারী না হয়ে বুঝবে না কেউ যখন ছাড়তে হবে বাড়ীঘর। ২ স্মৃতির দুয়ারে অনেক কিছু উকি দেয় ফিকে হয়ে যায আশা একদিন শেষ হবে হৃদয়ের সব ভালবাসা। শ্রদ্ধায় মাথা নোয়াতাম যাদের দেখে।

তাদেরও দেখি ইদানিং ভীষণ হিংসুটে। ৩ কল্পনার অবিশ্বাস দানা বেধেঁছে আজ ওরাও হা-মেলেছে ছাই ভরবে মুখে পেটে পুরছে তো শরম লাজ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।