আমাদের কথা খুঁজে নিন

   

গোপন নজরদারিতে জাপানের মুসলিমরা

আমি বাংলার...।

জাপান দীর্ঘদিন ধরেই ধর্মকর্ম নিয়ে তেমন নাক না গলানোর জন্য বেশ সুপরিচিত থাকলেও সে সুদিন ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। প্রেস টিভির একটি রিপোর্টে দেখা গেছে জাপানের পুলিশ গোপনে গোপনে মুসলিমদেরকে নজরদারির ভেতর রাখছে, তাদের সম্পর্কে বিস্তারিত তথ্যও গোপনে সংগ্রহ করছে। ইন্টারনেটে প্রকাশিত হয়ে যাওয়া পুলিশের গোপন তথ্য থেকেও দেখা যায় পুলিশ সেখানে মুসলিমদের সম্পর্কে বিস্তারিত তথ্য জমা করে রেখেছিলো। মুসলিমদের সম্পর্কে এইসব তথ্যগুলো সন্ত্রাসী তৎপরতা রুখতে আমেরিকার অনুরোধে তাদের সাথেও শেয়ার করা হচ্ছে।

এমনকি জাপানি মুসলিমরাও এই গোপন নজরদারির বাইরে যাচ্ছেননা। জনৈক জাপানি মুসলিম জানিয়েছেন প্রতি শুক্রবার তিনি যখন জুন্মার নামাজ আদায় করতে যান দুই পুলিশ তাকে গোপনে অনুসরণ করে। আরব বিশ্বে প্রফেসর আকিরা উসুকির যথেষ্ট সুখ্যাতির রয়েছে। তিনি জাপান সরকারের এই তৎপরতার নিন্দা জানিয়ে একে ইসলামোফোবিয়া হিসেবে উল্লেখ করে বলেছেন "শুধু জাপানের লোকজনই নয় জাপানের পুলিশও ইসলামোফোবিয়ায় আক্রান্ত। " উসুকি বলেন "জাপানের পুলিশ মুসলিমদেরকে সতর্কভাবে নজরে রাখে এবং তাদের দৈনন্দিন জীবন সম্পর্কে তথ্য সংগ্রহ করে থাকে।

আমি ভেবে পাইনা কেন জাপান সরকারের এসব তথ্যের প্রয়োজন। " অন্যান্য পশ্চিমা দেশগুলোতে ইসলামোফোবিয়ার কথা শোনা গেলেও জাপানে নতুন ভাবে এর কথা শোনা যাচ্ছে। জাপানে বর্তমানে ১ লক্ষেরও বেশি মুসলমান বাস করেন। সুত্রঃwww.doshdik.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.