আমাদের কথা খুঁজে নিন

   

গোপন কথা।।

যতোবার আমি শান্তি খুঁজেছি, ঠিক ততোবার আমার মাথায় শুধু একটি চিন্তাই এসেছে। সেটা হচ্ছে একটা ড্রিল মেশিন দিয়ে মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা। এইভাবে থেমে থাকে অনেক নির্লিপ্ততা যেভাবে মলিন রৌদ্রেরা- খেলা করে আমার শরীরে তোমাকে ভুলে, জলের নিচে আছে এক বিশাল আকাশ আমি মাথা তুলে একবার তাকাই আর মাছেরা উড়ে বেড়ায় ______________অগোচরে তারপর, অদ্ভুত শব্দ করে কোত্থেকে নেমে আসে একরাশ নীল, ____________________অনেক গাঢ় _____________________ অন্ধকারের মতো মহুয়া প্রভাবে ক্যানো তাকে নেশা নামে অভিহিত করা হবে? কোথাও কোন নেশা নাই ______________ নাই কোথাও চোখ মেলে কোথাও দেখিনাই, য্যামন, তোমার কথাই ধরো তুমি তো আমার নেশা নও, তবু দেখা নাই অনেক দিন এমন আরও আছে অনেক অদৃশ্য তোমার (কাছে) ________ মুগ্ধতা _____________অথবা _______তার সাথে একাকার হয়ে যাওয়া _______আমার রক্তে লুকানো অনেক গভীর সত্য। তুমি জানো না কিছুই, আমি বলেছি অনেক কম এইভাবে এলেবেলে, দিক নাই-পাল নাই হলুদ-নীল আলো ঠেলে নৌকাটা ডুবিয়ে আরও একটা দিন যদি পার করে দেওয়া যেতো, তবে আরেকটু গাঢ় হতো আমার চাঁদিতে জমাটবদ্ধ অনেক বিভ্রম ওখানে, জলের নিচে একটা বিশাল আকাশ; স্বচ্ছ নীল; মাছেরা উড়ে বেড়ায়; রৌদ্রেরা খেলা করে; মাঝে মাঝে তুমি আসো, মেঘ হয়ে; তবে জানো না ত্যামন কিছুই, কারন আমার সব সত্য লুকিয়ে থাকে রক্তের গভীরে।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.