আমাদের কথা খুঁজে নিন

   

ভালবাসা মোরে ভিখারি করেছে.............(সম্পাদিত)

আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা কোথাও প্রকাশ করা যাবে না।

আসলে ভালোবাসা মানে কি ? দুই জন দুই জনকে কাছে পাওয়া ? না কি কষ্ট পাওয়ার নাম ভালোবাসা। আমি আসলে জানি না ভালোবাসা মানে কি। ভালোবাসার মানে বের করার চেষ্টা করতেছি। একজন মানুষ যখন আরেক জন মানুষকে অনুভব করে, তার কথা ভাবে , তার সাথে কথা না বল্লে তার ভালো লাগে না, এর নাম কি ? আমি জানি না।

ভালোবাসা কি সুখের না কষ্টের ? কোনটা বেশি ভালোবাসাতে। নাকি বেদনাটাই বেশি, নাকি মান অভিমানই বেশি। ভালোবাসা কি কাছে আনে না দুরে ঠেলে দেই। আমি আসলে কিছুই জানি না , ভালোবেসে দেখিয়াছি মেয়ে মানুষেরে, অবহেলা করে আমি দেখিয়াছি মেয়ে মানুষেরে, ঘৃণা করে দেখিয়াছি মেয়েমানুষেরে; আমার সে ভালোবাসিয়াছে, আসিয়াছে কাছে, উপেক্ষা সে করেছে আমারে, ঘৃণা করে চলে গেছে — যখন ডেকেছি বারেবারে ভালোবেসে তারে; তবুও সাধনা ছিল একদিন — এই ভালোবাসা; আমি তার উপেক্ষার ভাষা আমি তার ঘৃণার আক্রোশ অবহেলা করে গেছি; যে নক্ষত্র — নক্ষত্রের দোষে আমার প্রেমের পথে বারবার দিয়ে গেছে বাধা আমি তা ভুলিয়া গেছি; তবু এই ভালোবাসা — ধুলো আর কাদা — । poem by Jibonanondo "ভালোবাসা"_এর অর্থটা আমি আজও বুঝে উঠতে পারিনি অনেকবার বোঝার ব্যার্থ চেষ্টা করেও বোধগম্য হয়ে উঠেন, ওরা বলে আমি নাকি ভালোবাসতে জানিনা।

শুধু জানি তোমাকে ভেবে আমার ভাবনাময় মুহুর্তগুলো আরো আলোকিত হয়ে উঠে, এক অদ্ভুত তন্দ্রাচ্ছন্ন মোহনীয় আবেশিকতায় আচ্ছন্ন হয়ে থাকি আমি, শত ক্লান্তি গ্লানি আর যান্ত্রিকতায় যাপিত শ্বাসরূদ্ধকর এই মনের কোনো এক অজানা বাসস্থানে যখনই তুমি কড়া নেড়ে যাও, নিজের অজান্তেই ঠোটের কোনো এক কোনে এক চিলতে অবচেতন মনের হাসি এসে ভীড় জমায়। কিছু সময়ের জন্যে হলেও আমি ভুলে যেতে বাধ্য হই আমার স্বীয় স্বত্তাকে, আমি জানিনা এটাকে ভালোবাসার নাম দেয়া কতটা যৌক্তিক হবে। শুধু জানি আমার ভাবনাময় মুহুর্তগুলো আরো আবেশিত হয় তোমাকে ভেবেই, তোমাকে নিয়ে যখনই ভাবি,ঠিক তখনই আমার মুক্তবিহঙ্গের মত সদা উল্লাসিত মনটা পরাধীনতার শৃঙ্খলে বন্দীহয়ে ছটফট করতে থাকে, শত চেষ্টা করেও আর মুক্ত করতে পারিনা আমার এই অবাধ্য মনটাকে। এটাকে ভালোবাসা বলে গন্য করা যায় কিনা জানিনা শুধু জানি আমার সারাটা জীবন তোমাতে বিলিয়ে দিতে ইচ্ছে হয় মাঝে মাঝে। তোমার আনন্দে উচ্ছাসিত দিনগুলোতে আমি ভাগ বসাতে চাইনা,শুধু তোমার দু্ঃখগুলো ভাগ করে নিতে চাই, আমি আমার মনের সর্বস্ব শক্তি দিয়ে তোমাকে জাগিয়ে তুলতে চাই যেনো তুমি তোমার মনের মাঝে জমিয়ে রাখা তিলতিল করে গড়া স্বপ্ন গুলোকে নতুনকরে বাচিয়ে তুলতে পারো।

তপ্তরোদে কনক্রীটের এই শহরে চলতে চলতে যখন তুমি ক্লান্ত হয়ে দাড়াবে,আমি ছায়া হয়ে তোমার সামনে দাড়িয়ে শুধু এটুকুই বলতে চাই ''আমি তোমার পাশেই আছি'' এক অনাবিল পরশে তোমার কপালে জমে থাকা ঘামগুলো মুছে দিতে চাই, ভালোবাসা কি তা আমি আজও বুঝে উঠতে পারিনি,শুধু জানি তোমার কষ্টগুলো আমাকে পীড়াদিয়ে যায় অনবরত,তোমার অস্থির মনটাকে খুব গুছিয়ে দিতে ইচ্ছে হয় আমার,তোমার হাসিমাখা অপলক চাহুনী আমাকে প্রানের স্পন্দন এনে দেয়, মনের সব আনন্দময় আর বেদনাময় মুহুর্তগুলো তোমাতেই বিলীন হয়ে যায়। জানিনা আমার এই ভাবনাগুলোকে ভালোবাসা বলে গন্য করা কতটা যৌক্তিক হবে হয়ত আমার এই তুচ্ছ অনুভূতিগুলোকে ভালোবাসা বলা যায়না, কারন ওরা সবাই বলে আমি নাকি ভালোবাসতে জানিনা । । ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.