আমাদের কথা খুঁজে নিন

   

আজ মেলায় এসেছে শাহাদৎ রুমনের প্রথম গল্পগ্রন্থ ‘যথাযোগ্য নিঃসঙ্গতা’

আত্মমাঝে বিশ্বকায়া, জাগাও তাকে ভালোবেসে

বিশুদ্ধ মৌলিকতার কাল পার হয়ে এসেছে শিল্প। এখন মিশ্ররীতির প্রতাপ। এ কথাগুলো আঙ্গিকের ক্ষেত্রে স্বীকার করে নিলেও বিষয় এখনো খোলেনি তার সব রহস্যভাঁজ। আঙ্গিকের পুনর্নির্মাণ অথবা একাঙ্গীকরণের মধ্যদিয়ে গৃহীত আধেয়কে, নতুন ভাবে বয়ান করাতেই এখন শিল্পীর স্বাতন্ত্র্য। শাহাদৎ রুমনের প্রথম গল্পগ্রন্থ যথাযোগ্য নিঃসঙ্গতা।

এই নবীন লেখকের আখ্যানে অনেক ভিড়ের মধ্যে থেকেও একলা হয়ে যাওয়া মানুষের ক্রন্দন আছে। তবু তা যেন সামষ্টিক চেতনারই অভিজ্ঞতাবাহী। তবে সেই চেতনা প্রচল অর্থে দ্রোহবাদী নয়, কষ্ট আর ক্লেদ গ্রহণকারী। অথচ এরপরও প্রতিটি গল্পের অন্তিমে যে দৃশ্যময়তা জেগে ওঠে, তাতে কেমন করে যেন লেগে থাকে প্রতিরোধের আঁচ। এই লেখকের বয়ন কৌশলে পূর্বসূরীদের প্রতি আস্থার ছাপ আছে, সে তো অধিকার।

সংকলিত গল্পগুলো পাঠককে টেনে নিয়ে যাবে শুরু থেকে শেষপর্যন্ত। প্রতিটি গল্প পাঠন্তে, পাঠকের ভেতর জেগে উঠতে পারে অনামা বেদনা, আর তা থেকেই গল্পের দর্পনে আকস্মিক দেখে ফেলতে পারেন, কোনো কাল্পনিক চরিত্র নয়, নিজেরই প্রতিবিম্ব। বইটি প্রকাশ করেছে ভাষাচিত্র। অপূর্ব প্রচ্ছদ করেছেন সব্যসাচী হাজরা। ৩ ফর্মার বইটিতে সর্বমোট ৭টি গল্প সংকলিত হয়েছে।

এটি পাওয়া যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলায় ভাষাচিত্র স্টলে (৯৩-৯৪, নজরুল মঞ্চের পেছনে)। এর বিনিময়মূল্য মাত্র ৬০ টাকা।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।