আমাদের কথা খুঁজে নিন

   

বুকের ব্যাথা বুকে চাপিয়ে নিজেরে দিচ্ছি ধিক্কার . ..

আমি চাইনা হতে কারো চোখের ও কাজল, আমি চাইনা হতে কারো মনের অনল ।

কবিতাটা পড়লেই নিজেদের অপরাধী মনে হয় । আর ফেব্রুয়ারি আসলেই বুকের ভেতর হাহাকারটা বেজে ওঠে । বায়ান্নের ভাষা আন্দোলন দেখার বা করার সৌভাগ্য হয়নি কিন্তু ২০০৯ এর ২৫ শে ফেব্রুয়ারির গণহত্যায় দূর প্রবাসে বসে যন্ত্রণাবিদ্ধ হবার দুর্ভাগ্য বরণ করতে হয়েছে । I will carry my soul in my hand And throw it in the valleys of death It is either a life that made a friend happy Or a death that makes an enemy angry The noble man's soul has two goals To die or to achieve its dreams What is life if I don't live Feared and what I have is forbidden to others When I speak, all the world listens And my voice echoes among people I see my death, but I rush to it This is the death of men And whoever desires an honorable death Then this is it How am I patient with the spiteful And patient with all this pain? Is it because of fear? While life has no value to me! Or humiliation? While I am contemptuous! I will throw my heart at my enemies' faces And my heart is iron and fire! I will protect my land with the edge of the sword So my people will know that I am the man . " The Martyr poet: Abdelrahim Mahmud (1937) place: Palestine ক্ষমা কর হে বীর সেনানী । আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার। আসলেই তো ......!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।