আমাদের কথা খুঁজে নিন

   

আমি বিচারিক হয়রানির শিকার: বেরলুসকোনি

ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি বলেছেন, ‘আমি বিচার বিভাগীয় হয়রানির নিরীহ শিকার। ’ কর ফাঁকির একটি মামলায় গতকাল দেশটির সুপ্রিম কোর্ট তাঁর এক বছরের কারাদণ্ড বহাল রাখায় এর প্রতিবাদ জানিয়ে গতকাল বৃহস্পতিবার তিনি একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। সেখানেই তিনি এই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। আজ শুক্রবার বিবিসির অনলাইনের খবরে এ কথা জানানো হয়।
নয় মিনিট দীর্ঘ ভিডিও বার্তায় বেরলুসকোনি বলেন, তাঁর বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ধারাবাহিকভাবে ৫০টি অভিযোগ আনা হয়েছে।

নিজেকে নির্দোষ দাবি করে তিনি বলেন, এসব অভিযোগের সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। বর্তমান সভ্য পৃথিবীর সঙ্গে এ ধরনের হয়রানি একেবারেই মানানসই নয়।
গত বছরের অক্টোবরে কর ফাঁকির মামলায় অভিযুক্ত হলে বেরলুসকোনিকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে ২০০৬ সালের এক ‘ক্ষমা আইনের’ আওতায় সেই মেয়াদ কমিয়ে এক বছরে আনা হয়। গতকাল সুপ্রিম কোর্ট ওই দণ্ড বহাল রাখেন।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.