আমাদের কথা খুঁজে নিন

   

বাংলালায়ন আমাকে ফতুর বানাতে বসেছে। ভালরও খারাপ দিক আছে।

http://www.facebook.com/Kobitar.Khata

জিপি ইন্টারনেট নিয়ে দেয় বছর অনেক কষ্টে ছিলাম। স্পিড একদিন ভাল থাকলে ১৫ দিন থাকত খারাপ। এক জিবি প্যাকেজ দিয়ে প্রতিদিন ৫/৬ ঘন্টা ব্যবহার করেও প্রায় ২৫ দিন চলে যেত। কিছুদিন স্পিড খুব খারাপ দেখে ত্যক্তবিরক্ত হয়ে জিপি মডেম সেল করে বাংলালায়ন ৫১২কেবিপিএস প্রিপেইড নিলাম। সুপার স্পিড!!!! একদম পাগল করা!!! কিন্তু হোচট খেলাম যখন ৬০০ টাকার কার্ড ৮ দিনে শেষ হয়ে গেল।

আমার হিসেব ছিল জিপির একজিবি দিয়ে যেহেতু ২৫ দিনের মতো যাচ্ছিল সেহেতু বাংলালায়নের ১.৮জিবি দিয়ে নিশ্চয় খুব ভালো ভাবে একমাস ব্যবহার করা যাবে। কিন্তু বিধিবাম! প্রথম কার্ড ৮ দিনে শেষ হয়ে যাওয়াতে অনেক সাবধান হলাম কিন্তু কোন লাভ হলো না। আজ দেখি ১০ দিনেই প্রায় ১৪০০ এমবি নাই। অথচ ব্যবহারে দিক থেকে এখন আগের থেকেও অনেক বেশী মিতব্যায়ী। সামু, প্রথম আলো, স্টকএকচেঞ্জ, ফেসবুক এই কয়টি সাইট সাধারণত ভিজিট করা হয়ে থাকে।

বাংলালায়ন কাষ্টমার কেয়ারে এত তাড়াতাড়ি ব্যালেন্স শেষ হলো কেন জানতে চাইলে তাদের সাফ জবাব স্পিড বেশী পেয়ে হয়তো আমি বেশী ব্রাউজ করছি। কারে কেমনে বুঝাই...... এভাবে চলতে থাকলে মাসে তিনটি কার্ড লাগবে। ৬০০*৩=১৮০০/= জিপি মডেমটা বিক্রি করে মনে হয় একটি বড় ভুলই করেছি। এখন কি আমার ইন্টারনেট ব্যবহার করা ছেড়ে দেয়াই উচিত নাকি ভাবতে আছি.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.