আমাদের কথা খুঁজে নিন

   

মুঘল সমাধিঃমধ্যযুগের মুসলিম স্থাপত্য শিল্পের অনন্য এক নিদর্শন।



জহিরউদ্দিন মুহাম্মদ বাবর সাধারণত বাবর নামেই বেশি পরিচিত (ফেব্রুয়ারি ১৪, ১৪৮৩ - ডিসেম্বর ২৬, ১৫৩০) ছিলেন। তিনি ভারত উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট। তিনি তৈমুর লঙ্গের সরাসরি বংশধর ছিলেন এবং বিশ্বাস করতেন তিনি মাতার পক্ষ থেকে চেঙ্গিস খানের বংশধর ছিলেন। তিনি পানিপথের প্রথম যুদ্ধে দিল্লীর লোদী বংশীয় সুলতান ইব্রাহিম লোদী কে পরাজিত করে এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তার মৃত্যুর পর তার পুত্র হুমায়ুন সিংহাসনে আরোহণ করেন।

বাবর তার জীবনী বাবুর নামাতে বলেছেন কি পরিমান কস্ট করে শায়বানি খানের দ্বারা বিতারিত হিয়ে তিনি ফরগানা ছেড়েছেন। অদ্ভুত যে মৃত্যুর আগে তিনি বলে যান তিনি মারা গেলে তাকে যেনো কাবুলেই সমাহিত করা হয়। জন্মস্থান ফরগানা বা দিল্লিতে তিনি সমাহিত হতে চান নি। কাবুল শহরে তার সমাধি বাগ এ বাবুর নামে পরিচিত। পুরো কাবুলে এর চেয়ে সুন্দর জায়গা খুব কমই আছে।

মুঘলদের মধ্যে সবচেয়ে সুন্দর সমাধি হলো হুমায়ুনের। এটা দিল্লীতে। আকবরের সমাধি হলো সেকেন্দ্রাবাদ দুরগ,আগ্রাতে। সম্রাট জাহাংগীরের কবর হলো লাহোরের শারদাবাদে এটিও অনন্য। সম্রাট শাজাহানের কবর তো সবাই জানেন তাজমহলে।

মুঘল দের মধ্যে মাত্র দুইজন প্রায় ৫০বছর করে রাজত্ব করেন,একজন আকবর আরেকজন আওরংগজেব। কিন্ত আওরংগজেব এর কবরটি সবচেয়ে সাধারন,এটি মহারাশট্রের খুলদাবাদে। নিচে ছবি দেয়া হল: বাবুরের কবর বাবুরের কবর হুমায়ুনের কবর শাজাহানের কবর আওরঙ্গজেবের কবর জাহাঙ্গিরের সমাধি,লাহোর। আকবরের সমাধি,সেকেন্দ্রা,আগ্রা।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।