আমাদের কথা খুঁজে নিন

   

জন্মদিনের শুভেচ্ছা তার জন্য



রাত বারোটায় ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানালাম তাকে। ইদানীং ফোনেই শুভেচ্ছার কাজগুলো করতে হয়। আগে সব ভাই-বোন মিলে রাত বারোটায় একটা মিনি পার্টি করতাম। এখন সবাই যার যার মত ব্যস্ত, সময় নেই কারুর। আর আমি তো সুযোগই বের করতে পারি না।

যার কথা বলছিলাম সে হল আমার মেজবোন, আমাদের মেজো । ব্লগ সম্পর্কে জেনেছিলাম তার কাছেই। সামহোয়্যারইন ব্লগের একেবারে জন্ম থেকে যে আছে এর সাথে। শুরু থেকেই আমাকে ব্লগ লেখার জন্য অনবরত বলে যাচ্ছিল। ইচ্ছা যে করত না তা না।

কিন্তু ঐ সময় ইন্টারনেটের ব্যবহার আমার জন্য খুব সীমিত ছিল। শুধু ই-মেইলের মধ্যেই সীমাবদ্ধ ছিল আমার নেট-চারণা। খুব বেশি হলে মেসেঞ্জারে একটু হাই-হ্যালো। মেজপার ব্লগ দেখতাম মাঝে মাঝে। অন্যদেরগুলোতেও অল্প-স্বল্প চোখ বুলাতাম।

মেজপার লেখার অনেক ভক্ত দেখে গর্ব হত। আর সেই সাথে ওর প্রতি লেখায় বিড়ালের ছবি দেখেও মজা পেতাম। আইডিয়াটা এত পছন্দ হল যে তখনই ঠিক করে ফেললাম যদি কোনদিন ব্লগে লিখি তো আমিও এই আইডিয়া কাজে লাগাব। সোজা কথায় ওর আইডিয়া চুরি করব । ছোটবেলায় মেজপাকে গুরু মানতাম।

সে যা বলত তা-ই সরল মনে বিশ্বাস করতাম। এই সুযোগে সে আমাকে নানান রকমের জ্ঞান দিয়ে বোকা বানাত। একটু বড় হয়ে বুঝতে পেরেছিলাম সব । তখন মাঝে মাঝে ছোট বোনটাকে ঐ একই জ্ঞান দিয়ে বোকা বানাতে চাইতাম, কিন্তু অতি দুঃখের বিষয়, ছোট বোন ছিল আমার একেবারে পিঠাপিঠি, আমার বোঝার বয়স হতে হতে সেও সব কিছু বুঝে ফেলেছে, বরং আমার চেয়ে আরও বেশিই বুঝত। কাজেই ওকে বোকা বানানো আমার পক্ষে সম্ভব হয়নি ।

যা হোক, মেজপার কথা বলছিলাম। ছোটবেলায় ভুজুং-ভাজুং জ্ঞান দিলেও বড়বেলায় এসে ওর কাছ থেকে অনেক কিছু শিখেছি। বাসায় একটা ভাঙা টাইপ রাইটার ছিল, ওটা দিয়ে আমার টাইপিং-এর হাতে খড়ি হয়েছিল এই মেজপার কাছেই। বাসায় প্রথম কম্পিউটারটাও এসেছিল ওর বদৌলতেই, তাই কম্পিউটার আর ইন্টারনেটের গুরুত্বপূর্ণ জ্ঞানার্জনও ওর মাধ্যমেই হয়েছে। টুকটাক লেখা-লেখি আগেও করতাম, কিন্তু সব ছিল নিজের জন্য।

এই হাবিজাবি লেখা ব্লগে সবার সামনে তুলে ধরে যে উৎসাহ আর মূল্যায়ন পেয়েছি, তা সবই মেজপার কল্যাণেই হয়েছে। এখন সে নিজে ব্লগে তেমন করে সময় দিতে পারে না। তবু ব্যস্ততার ফাঁকে যেটুকু দেয়, সেটুকুও যেন চালিয়ে যেতে পারে তা-ই কামনা করি। আর ভবিষ্যতে ওর জন্মদিনগুলোতে যেন ওর কাছে থাকতে পারি, রাত বারোটায় ওর কানের কাছে চিৎকার করে হ্যাপি বার্থডে গান গাইতে পারি। এইটা তোমার জন্য মেজো।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।