আমাদের কথা খুঁজে নিন

   

জন্মদিনের উপহার

আমার ব্যক্তিগত ব্লগ

শাফিনকে (আমার ১ বছর ১১মাস বয়সী ছেলে) গতকাল ওর বাপ একটা লাল পপ্ পপ্ (গাড়ি) কিনে দিয়েছেন। যেটাতে বসে সে ঠেলে ঠেলে চালাতে পারবে, হর্ণ, এ্যাম্বুলেন্স, গান আর গুলির শব্দ বের করতে পারবে, হর্ণ বাজলে গাড়ির হেড লাইট জলে। গাড়িটা খুবই কিউট আর এটা শাফিনের কলিজা হয়ে গিয়েছে। কিনেছে নিউমার্কেট থেকে, দাম পড়েছে ২৩০০টাকা। কেনার পর বিকালে চা খেতে একটা রেস্টুরেন্টে বসেছি।

শাফিনের আর সহ্য হচ্ছিল না। ও হইচই লাগিয়ে দিল, গাড়ি চালাবে। টেবিলের পাশেই দিয়ে দিলাম। যতক্ষন ছিলাম ও হর্ণ বাজিয়ে বাজিয়ে সবাইকে বুঝিয়ে দিল, ওর একটা গাড়ি আছে। সি এন জি তে করে বাসায় আনার পথে বার বার সিটের পিছনে হাত দিয়ে দেখল গাড়ি ঠিক আছে কিনা, টেনে কোলে নিয়ে বসতে চেয়েছিল, কিন্তু মা দেয় নি।

জ্যামে পড়লে সিটে দাড়িয়ে নানা রকম হর্ন বাজিয়ে সবাইকে বুঝিয়েদিল এখানে একটা গাড়ি দাড়িয়ে আছে। সাড়াদিন বাইরে থাকলে বাসায় এসে সাধারণত: ও ক্লান্তিতে ঘুমিয়ে পড়ে। এবার গাড়ি নিয়ে ব্যস্ত রইলো। নিজেই আবিস্কার করলো কিভাবে বসে চালাতে হয়, মিউজিক বাজিয়ে আম্মুকে নিয়ে নাচলো, বাপ আর আম্মুকে মোটর সাইকেলের মতোন পিছনে বসিয়ে স্টেয়ারিং ঘুরিয়ে মনে মনে ঘুরিয়ে আনল। ওর এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে, অনেক দিন এভাবে ঘুরতে লং ড্রাইভে যাওয়া হয় না।

এখানে বলে রাখা ভাল, শাফিনের জন্মদিন ৮ই ডিসেম্বর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।