আমাদের কথা খুঁজে নিন

   

আইএলও বাংলাদেশের গার্মেন্টস শিল্পের উন্নয়নে ৪০ মিলিয়ন ডলার সহায়তার আশ্বাস। আসন্ন ঈদের পরই গার্মেন্টসে নতুন বেতন স্কেল ঘোষণা।



আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) বাংলাদেশের গার্মেন্টস শিল্পের উন্নয়নে ৪০ মিলিয়ন ডলার সহায়তার আশ্বাস দিয়েছে। পাশাপাশি ঈদের পরই গার্মেন্টস শিল্প শ্রমিকদের জন্য নতুন বেতন স্কেল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। গার্মেন্টস শিল্পের নিরাপত্তা নিশ্চিত করার জন্য চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) প্রস্তাবিত ২০০ কলকারখানা পরিদর্শক নিয়োগ দেয়া হবে। ইউরোপিয় ইউনিয়নের ৮০টি ক্রেতা প্রতিষ্ঠান সমন্বিতভাবে দেশের পোশাক শিল্পের উন্নয়নে কাজ করবে, কর্মপরিকল্পনা চাওয়া হয়েছে। এটি বাংলাদেশে বিদ্যমান কর্মপরিকল্পনার সঙ্গে সাংঘর্ষিক কিনা সেটাও পর্যালোচনা করে দেখা হবে। সবকিছু মিলিয়ে আগামী দিনগুলি গার্মেন্টস শিল্পের স্বর্ণযুগই বলা যায় যা বর্তমান সরকারের সাফল্যরই একটা অংশ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.