আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসার রাসায়নিক ভিত্তি



ভালোবাসার অনুভুতি বা অভিজ্ঞতাকে ৩টি আংশিক overlapping পর্যায় বা stage এ ভাগ করা যায় - ১। LUST (যৌনকামনা) : প্রাথমিক তীব্র আবেগময় যৌনকামনা যা যৌনমিলনকে ত্বরাণ্বিত বা promote করে। হরমোন: ১। oestrogen ও ২। testosterone এই stage এ বেড়ে যায়।

স্থায়ীত্বকাল: কয়েক সপ্তাহ ২। ATTRACTION (আকর্ষণ/প্রেম) : Lust এর পরবর্তী পর্যায় যেখানে নির্দিষ্ট ব্যক্তির জন্যে প্রেমময় ও রোমাঞ্চকর যৌনকামনা তৈরি হয়। হরমোন: ১। pheromones, ২। dopamine, ৩।

norepinephrine ও ৪। serotonin যা মষ্তিষ্কের আনন্দদায়ক কেন্দ্রকে অণুরনিত করে। ফলে দ্রুত হৃৎ স্পন্দন, ক্ষুধামন্দা, অনিদ্রা, উত্তেজনা প্রভৃতি side effects হতে পারে। স্থায়ীত্বকাল: দেড় বছর থেকে তিন বছর ৩। ATTACHMENT (বন্ধন) : দীর্ঘকালীন সম্পর্ক যার ভিত্তি হল বিবাহ বা বন্ধুত্ব হরমোন: ১।

oxytocin, ২। vasopressin ও ৩। nerve growth factor স্থায়ীত্বকাল: অনেক বছর, এমনকি সারাজীবন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.