আমাদের কথা খুঁজে নিন

   

কুষ্টিয়ায় সীমান্ত থেকে এক কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে বিপ্লব (২৭) নামে এক বাংলাদেশী কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বেলা ২টার দিকে উপজেলার মুন্সিগঞ্জ সীমান্ত থেকে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ। তিনি মুন্সিগঞ্জ গ্রামের নজরুল ইসলামের ছেলে।
 
৩২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অধীনস্থ ঠোটারপাড়া বিওপির নায়েক সুবেদার আব্দুল মালেক জানান, বিপ্লব বেলা ২টার দিকে সীমান্ত সংলগ্ন মাঠে ঘাস কাটতে যান। এসময় পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবোড়িয়া থানার কৃষক ক্যাম্পের বিএসএফ তাকে ১৫৩ (৬) এস সীমানা পিলারের কাছ থেকে ধরে নিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদ এবং কৃষক বিপ্লবকে ফেরত দেয়ার দাবি জানিয়ে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে বলে জানান, বিজিবির নায়েক সুবেদার আব্দুল মালেক। তবে এখনো পর্যন্ত বিএসএফের পক্ষ থেকে কোন সাড়া পাওয়া যায়নি বলে জানান তিনি।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.