আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের সম্ভাব্য একাদশ (যা হওয়া উচিত)



১। তামিম ইকবাল ২। ইমরুল কায়েস ৩ জুনায়েদ সিদ্দিকী ৪। শাহরিয়ার নাফিস ৫। শাকিব আল হাসান ৬ মোঃ আশরাফুল ৭।

মুশফিক ৮। রাজ্জাক ৯। রুবেল ১০। শুভ ১১। মাশরাফি/নাজমুল/রাসেল ব্যাখ্যা: ১।

রকিবুলের মতো স্বার্থপর খেলো্য়াড় এর আমাদের দরকার নেই, সে কখনো দলকে জেতাতে নামে না, নামে নিজের জায়গা পাকা করতে। ওর জায়গায় শাহরিয়ার নাফিসকে সুযোগ দেয়া উচিত। ২। আমাদের দুই স্বনামখ্যাত অলরাউন্ডার শুধু সহযোগী দেশগুলোর জন্য উপযোগী, ব্যাটিং পাওয়ার প্লে তে ওরা দুজন সমান ব্যর্থ (পাকিস্তানের রাজ্জাক/ভারতের ইউসুফ পাঠানের সাথে ওদের তুলনা করুন)। ওদের জায়গায় একজন স্পেশালিস্ট বোলার (শুভ) আর ব্যাটসম্যান (ধুতুরাফুলকে) নেওয়া হোক।

আশরাফুল এর ব্যর্থতার অনেকটা কারণ নতুন বলে ওর দেখে শুনে না খেলাটা। কিন্তু ৬/৭ নম্বরে পুরানো বলে ওর চিকি শটগুলো কাজে দিতে পারে। আর না পারলে ওকে গালি দিতেও আলাদা সুখ। ৩। শফিউল যেভাবে বল করেছে, মাশরাফি এক পা ভাংগা অবস্হায় এর চেয়ে ভালো করবে।

ওকে যদি নেওয়া না যায় (আইসিসির নিয়ম জানা নেই), তাহলে নাজমুল/রাসেলকে নেওয়া হোক। রাসেলকে কেন সবাই পেস এর জন্য বাতিল করে দেয় এটা বোধোগম্য না। ওর মতো কন্ট্রোল আর কোন বোলারের নাই। ভারতের মুনাফ প্যাটেল এর উদাহরণ রিপোর্ট: সামু লিগের টানা দ্বিতীয় দিনের টপ স্কোরার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.