আমাদের কথা খুঁজে নিন

   

Personality কে মানায়..

কিছু লেখার নাই

ঢাকায় ঘুম শেষ হয় সাথে নিয়ে আসে অনেক ঝামেলা। সকাল বেলা মানুষের কাজ দেখলে মনে হয় যে তাদের হাতে আজরাইলকে দেবার মত সময় নেই। এত কাজের মাঝে হারিয়ে যাওয়া মানুষের বেচে থাকার সময় কই নাকি এভাবে বেচে আছে শুধু কাজ নিয়ে ? আপনার এত কাজের মাঝে কিছু সময় চাইবার মানুষ আছে যারা আপনার কাছে কিছু সময় চায়। পথ চলতে চলতে এমন কিছু মানুষের দেখা আপনি পাবেন। Smart, handsome এই মানুষেরা আপনার কাছে কিছু সময় চাইবে এবং অপনাকে দেখাবে কিছু Attractive offer. এদের হাতের offer এ থাকবে নানা গিফট, যেমন: একটি খাবার কিনলে একটি ফ্রি, মুরগির সাথে রুটি ফ্রি, খাবর এর সাথে পানি ফ্রি।

এই সব Offer কে ছোট করে দেয় তাদের আরেকটি Big Offer যা নাকি আমাদের Personality কে মানায়..! ! তাদের ভাষায় Big Offer না নিলে মিস করলেন। Big Offer অনেকটা এরকম -- ছয় পেগ বিয়ার ফ্রি , দশ রকম শিষা ফ্রি, কিছু ড্রিংকস ফ্রি । চক চক করা এই offer নাকি আমাদের Personality কে মানায়.. তাদের ভাষায় আমাদের অনেক ছাত্র-ছাত্রি নাকি এই Big Offer গ্রহন করেছেন এবং সবার অনেক আগ্রহ আছে। নেশা করার এই উৎসবের আমনত্রন আমাদের সামনে এখন সব-সময়। নেশা উৎসব করতে আমাদের আছে Big Offer।

একটু ভাবুন আমরা এগিয়ে গেলাম এখন আমরা পাই নেশা করার উৎসবের আমনত্রন। এই Offer নাকি আমাদের Personality কে মানায় .. তার মানে কি আমাদের Personality বেরে গেল নেশা করার উৎসবের আমনত্রন গ্রহন করে ?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।