আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের ভেতর একখন্ড পাকিস্তান ও সেখানকার সাম্প্রতিক অবস্থা (০২)

একটু ভাবতে হবে.......... সাতকানিয়া থানার কাঞ্ছনা গ্রামের(আমার নিজ গ্রাম) জোটপুকুরিয়া বাজারে একটি পুলিশ ফাঁড়ি ছিল। আজকে জানলাম জামাতি সশস্ত্র ক্যাডারদের হুমকিতে পালিয়েছে পুলিশ সদস্যরা । এলাকায় এখন তিন থেকে চারশো আধুনিক অস্ত্রে সস্ত্রে সজ্জিত জামাতি ক্যাডার সশস্ত্র ভাবে প্রকাশ্যে টহল দিচ্ছে । তাঁরা তাঁদের হট লিস্ট অনুযায়ী এলাকার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের বাড়িতে হামলা ও লুটপাত করতেছে । সাতকানিয়ায় যোগাযোগের যত মাধ্যম আছে সব বন্ধ করে দেয়া হয়েছে ।

রাস্তাই সাড়ি সাড়ি গাছের গুঁড়ি ফেলে রাখা হয়েছে । এই মূহর্তে কোন জরুরী রোগী ,গর্ভবতী মা কিংবা অন্য যে কোন প্রয়োজনীয় কাজে মূল সদরে যাওয়ার কোন উপায় নেই বললেই চলে । ভেতরে কি হচ্ছে তার প্রকৃত তথ্য জানার ও কারো সাধ্য নাই । মূলত এই মূহর্তে সাতকানিয়াকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন পরাধীন কোন অঞ্চল বলতে হয় । আমি জানি না কেন আমাদের প্রশাসন সাতকানিয়া বিষয়ে এখনো কঠোর হচ্ছে না(!!) এই সাধারন অসহায় মানুষ গুলোর নিরাপত্তা দেবে কে? আমাদের রাষ্ট্র কি একটি সাতকানিয়াকে কন্ট্রোল করার মত শক্তি রাখে না?? জরুরী ভিক্তিতে এই দেশদ্রোহী জামাতি সন্ত্রাসদের দমনে বিশেষ বাহিনী পাটানোর দাবি জানাচ্ছি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.