আমাদের কথা খুঁজে নিন

   

মীর জাফর রুনা খান আমার ফেসবুক বন্ধু



আমার ফেস বুক বন্ধু রুনা খান। সে প্রথমে বাংলাদেশের সার্পোটার ছিল পরে ইন্ডিয়ার হয়ে গেছে। অনেকে তাকে মীর জাফর বলে আখ্যায়িত করেছে। আসলে ঠিক। যারা দেশের সার্পোট বাদ দিয়ে ভিন্ন সার্পোট করবে শুধু মাত্র আজকের দিনের জন্য তারা বেইমান মীর জাফর বটে।

চরিত্রহীন। ইস আউট হলো রে..............। কায়েস কি করলি তুই। যাইহোক আমরা আশাবাদী। মা তো মাই।

মাকে ছাড়া কি অন্য কাওকে মা বলে শান্তি পাওয়া যায় রুনা। যায় না। ভুল করেছো ক্ষমা চেয়ে নাও বন্ধু রুনা। দেশের শত্রুরা তোমরা আর ভুল করো না। দেশের প্রতি ভালবাসা প্রদর্শন করো।

দেশের মাটিতে বিম্ভ কাপ দেশের খেলোয়াড় দের উৎসাহ দাও। আসুন আমরা সবাই দোয়া করি বাংলাদেশ জিতে যাক।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।