আমাদের কথা খুঁজে নিন

   

কৌশিক এবং ছালবিহীন........ ''ব্যাঘ্র'' শাবক !!!!

বাংলা আমার...................

কৌশিক চিনতে পারেন নামটা ?? আচ্ছা মাশরাফি কে নিশ্চই চিনবেন তাই না?? বাদ দেন ভাই খেলা দেখেন ! আর বল করার জন্য মহামন্য '' নির্বাচক ত্রয়'' বা ''লোটা কামাল'' রে নামাইয়া দেন ওনারা ভাল করবে আশা করি !! ''টাইগার বাহিনী'' কে কেন জানি এতিম মনে হচ্ছে ! অবিভাবক ছাড়া '' বাঘ'' যেন নাবিক বিহীন জাহাজ। তো সেই নাবিক বা অবিভাবক কে?? একটু মনে করার চেষ্টা করুন উপরে যে নামটা লেখা উনি নয় তো?? মাঠের বাঘ শাবক দের মনে হচ্ছে ছাল বিহীন মানে নামে বাঘ আসলে "খাটাশ"। ভাই ভূল বুইযেন না, মনের দুঃখে সব উল্টা-পাল্টা হয়ে গেছে।আর বাঘের থাবা না থাকলেও 'হুংকার' বা গর্জন থাকে কিন্তু মাঠের দিকে দেখেন শরিরী ভাষায় কোথাও কি 'বাঘ' মনে হয় ? নাকি ''খাটাশ'' মনে হয় বলেন??? জন্মানোর সাথে সাথেই শিকারে নামিয়ে দেয়ার মতো বিলাশী সাহস ''সুন্দরবনের বাঘ ও'' দেখাবে না, কিন্তু আমরা সেই সাহস অবলিলায় দেখিয়ে যাচ্ছি !! বাহ্ চমৎকার ওপারের দাদারা এখন দাত কেলিয়ে বলবে ''ছাল নাই কু.....র বাঘা নাম" টস জিতে ফিল্ডিং !! হাস্যকর ও দুঃসাহসী সিদ্ধান্ত !! বিশ্বের সব চেয়ে শক্তিশালী ব্যাটিং লাইন আপ সমৃদ্ধ দলের সাথে !! নাবালকের মত সাহস বাহ্ বাহ্ এগিয়ে যাও ''ব্যাঘ্র'' শাবক !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।