আমাদের কথা খুঁজে নিন

   

কালকে 'ধরে দেবানি '



গতকাল ক্রিকেট ইতিহাসের সবচেয়ে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন হয় world cup cricket 2011.সকালে এই অনুষ্ঠান নিয়ে বিশ্বের নানান পত্রিকার রিপোর্ট পড়ছিলাম ,সেইসাথে পাঠকদের মন্তব্য. প্রায় প্রতিটি পত্রিকায় এই অনুষ্ঠানের প্রশংসা করা হয়েছে.পড়ে খুবই ভালো লাগছিল. সবচেয়ে উচ্ছসিত প্রশংসা ছিলো শ্রীলংকার পাঠকদের.এই ভালো লাগার মধ্যে 'চোনা ' মিশিয়ে দিয়েছে ভারতের পত্রিকা এবং ভারতের পাঠক. তাদের রিপোর্ট গুলিতে ভালোর প্রশংসার বদলে ছিদ্র খুঁজে বের করার দিকেই বেশি নজর ছিলো.ভারতের পাঠকদের মন্তব্য গুলিও একইরকম.পিরাই মেজাজটা খারাপ হয়ে গেলো. আবার পড়লাম ধোনি নাকি আমাদের টিটকারী মারতেছে মনে হচেছ গতবারের হারের জলুনি ওদের এখনও যায় নাই.সেই জলুনি চাপা দিয়ার জন্য এত চেষ্টা .ব্যাপার না. ইনশাল্লাহ আগামীকালের খেলায় ওদের জলুনি আরো বাড়ায় দিতে পারবে বাংলার বাঘেরা . গর্জে ওঠো বাংলার বাঘেরা.তোমাদের ১১ জনের প্রতিজ্ঞা যেনো হয় 'ধরে দেবানি ' শুভ কামনা বাংলাদেশ দল

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।