আমাদের কথা খুঁজে নিন

   

'এ' দল ইংল্যান্ড যাচ্ছে আজ

গত চার মাস ধরে বাংলাদেশের ক্রিকেটাররা কোনো ধরনের আন্তর্জাতিক কিংবা ঘরোয়া ক্রিকেটে অংশ নেননি। এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ব্যাট ও বলের লড়াইয়ে অংশ নিয়েছিলেন ক্রিকেটাররা। আগামী অক্টোবরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় আসছে নিউজিল্যান্ড। সিরিজের আগে ক্রিকেটারদের ম্যাচ অনুশীলনের যে ঘাটতি থাকছে, সেটা কাটানোর জন্য চেষ্টা করছে টিম ম্যানেজম্যান্ট। অবশ্য জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারের এই ম্যাচ খেলার ঘাটতি মিটে যাচ্ছে।

পাঁচটি ভিন্ন ভিন্ন কাউন্টি দল ও ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলতে আজ ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ 'এ' দল। সেখানেই ম্যাচ ঘাটতি পুষিয়ে নিবেন জহুরুল ইসলাম অমি, এনামুল হক বিজয়, সোহাগ গাজী, মমিনুল হকরা। সফরে 'এ' দলের অধিনায়ক জহুরুল ইসলাম অমি ও সহ-অধিনায়ক নাঈম ইসলাম। সফরে 'এ' ৬ আগস্ট হ্যাম্পশায়ার, ৯ আগস্ট ইয়র্কশায়ার, ১১ আগস্ট ল্যাঙ্কাশায়ার, ১৪ আগস্ট নটিংহামশ্যায়ার ও ১৬ আগস্ট ওরচেস্টারশায়ারের বিপক্ষে খেলবে। এছাড়া ২০, ২২ ও ২৪ আগস্ট খেলবে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে।

বাংলাদেশ 'এ': জহুর'ল ইসলাম অমি (অধিনায়ক), নাঈম ইসলাম (সহ অধিনায়ক), মোহাম্মদ ইলিয়াস সানি, জিয়াউর রহমান, এনামুল হক বিজয়, সোহাগ গাজী, র'বেল হোসেন, মমিনুল হক, শামসুর রহমান শুভ, মার্শাল আইয়ুব, রবিওল ইসলাম, ইমর'ল কায়েশ, রকিবুল হাসান, ফরহাদ রেজা ও আল আমিন। স্ট্যান্ড বাই: মাশরাফি বিন মর্তুজা, মেহরাব জুনিয়র, সাজেদুল ইসলাম, মোশাররফ হোসেন র'বেল ও মুক্তার আলী। টিম অফিশিয়ালস: কোরি রিচার্ডস (কোচ), নাসির আহমেত নাসু (ম্যানেজার ও কম্পিউটার অ্যানালেসিষ্ট), ভিভাব সিং (ফিজিও), ডেবিড ডোয়ার (স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ)।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।