আমাদের কথা খুঁজে নিন

   

ত্বকীর লাশ বহনকারী ব্যাগের সন্ধানে তল্লাশি

সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শহরের চারারগোপ শীতলক্ষ্যা নদীর কুমুদিনীর খাল এলাকায় ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দলের সহায়তায় তল্লাশি চালানো হয়।
র‌্যাব জানিয়েছে, মাদক মামলায় ত্বকী হত্যাকাণ্ডে গ্রেপ্তার হওয়া আসামি ইউসূফ হোসেন লিটন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছে, ত্বকীকে হত্যার পর তার লাশ একটি ব্যাগে ভরে নৌকায় করে শীতলক্ষ্যা নদীতে নেয়ার পর ব্যাগ থেকে লাশ বের করে নদীতে ফেলে দেয়া হয়।
পরে ওই ব্যাগে ইট ভরে নদীতে ফেলা হয়।
ওই ব্যাগটির সন্ধানে দ্বিতীয় দফা অভিযান চালালেও ব্যাগটির সন্ধান মেলেনি।
মামলার তদন্তের স্বার্থে ব্যাগটি উদ্ধার হওয়া প্রয়োজন বলে জানিয়েছে মামলার তদন্তকারী র‌্যাব-১১ এর এএসপি রবিউল হোসেন।


উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
র‌্যাব-১১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর আলম জানান, শুক্রবারও শীতলক্ষ্যা নদীতে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দলের সহায়তায় তল্লাশি অভিযান চালানো হয়েছে।
গত ৬ মার্চ শহরের শায়েস্তাখান রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হওয়ার দুদিন পর শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ত্বকীর বাবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি মামলা দায়ের করেন।
পরে রাব্বি ত্বকীর হত্যার ঘটনায় সাবেক সাংসদ শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমানসহ সাত জনকে অভিযুক্ত করে পুলিশ সুপারকে লিখিত অবগতিপত্র দেন।


পুলিশ এই ঘটনায় রিফাত বিন ওসমান, সালেহ রহমান ওরফে সীমান্ত এবং ইউসুফ হোসেন লিটনকে গ্রেপ্তার করেছে।
পরে ত্বকীর বাবা রফিউর রাব্বির আবেদনে হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে স্বারাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলাটি গত ২০ জুন আনুষ্ঠানিকভাবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর কাছে হস্তান্তর করে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ।
২৫ জুন নারায়ণগঞ্জে ত্বকী হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হওয়া জাতীয় পার্টির  নেতা হাজী রিপনের ছেলে সালেহ রহমান সীমান্তকে ৬ মাসের জন্য হাইকোর্ট জামিন দিলেও অ্যাটর্নি জেনারেলের আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগ তা বাতিল করে দেয়।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.