আমাদের কথা খুঁজে নিন

   

মেশিন রিডেবল পাসপোর্ট বিষয়ক সাহায্য পোস্ট !



মেশিন রিডেবল পাসপোর্ট করাতে চাচ্ছি। আমার স্থায়ী ও বর্তমান ঠিকানা দুটোই ব্রাহ্মণবাড়িয়াতে। এখন, আমি কি ঢাকা পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট করাতে পারব? যদি না পারি এবং ব্রাহ্মণবাড়িয়া থেকেই করতে হয় তবে আমি কি জেলা অফিস থেকে মেশিন রিডেবল পাসপোর্ট করাতে পারব? আর কিছু জিনিস জানার ছিল। বিভিন্ন পোস্ট পড়ে জানতে পারলাম এমআরপি করার পদ্ধতি। দেখুন তো ঠিক আছে কিনা।

আর কোন স্টেপ উলটাপালটা হলে আর কোন টিপস থাকলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না !! ১। প্রথমে সোনালী ব্যাঙ্কে ৩০০০/= টাকা জমা দিয়ে রিসিপ্ট নিয়ে নিব। ২। অনলাইনে ফর্ম পূরণ করব রিসিপ্ট নাম্বার সহ, এবং ইমেইলে পিডিএফ পাব। প্রিন্ট করব, সত্যায়িত ছবি এবং ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি সংযুক্ত করব।

( ছবি তোলার জন্য সুবিধামত ডেট দিব। ) ৩। ছবি তোলার ডেটে গিয়ে ফর্ম জমা দিব, ছবি তুলব, ফিংগারপ্রিন্ট দেব। ৪। এসএমএস আসার পর পাসপোর্ট রিসিভ করতে যাব।

যদি উপরের পদ্ধতি সঠিক হয়, তবে আমার কিছু প্রশ্নের উত্তর দিবেনঃ - আমি যেদিন অনলাইনে ফর্ম সাবমিট করব তাতে তো ছবি তোলার ডেট দিতে হবে। ধরুন আজকে সাবমিট করলাম এবং আমি কাল ছবি তুলতে যেতে চাই, এটা কি সম্ভব? নাকি নির্দিষ্ট একটা সময় পর ছবি তোলার ডেট দিতে হয়? - সোনালী ব্যাংকে কি নিজে গিয়ে টাকা জমা দিতে হবে, নাকি অন্য কেউ গেলেও হবে? - আমি কি অনলাইন ফর্ম টা আগেই ফিলাপ করে পরে টাকা জমা দিতে পারব? (যদি প্রিন্টের পর রিসিপ্ট নাম্বার হাতে লিখে দেই?) আমি যদি কোন কিছু মিস করে থাকি অথবা ভুল করে থাকি তবে প্লিজ কারেকশন করে দিবেন। ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.