আমাদের কথা খুঁজে নিন

   

মেশিন !

ধরি না মাছ, ছুঁই না পানি, জানি শুধু বকবকানি ! কিস্তি ১ একবার এক বড় ছাগল তার মেয়ের জন্য প্রাইভেট টিউটর খুঁজছিলেন । খবর পেয়ে গেলাম আমি ইন্টারভিউ দিতে । গিয়ে পড়লাম সরাসরি বড় ছাগলের মুখে । জিজ্ঞেস করলেন, "নাম কিডা?" বললাম, "জী ঘুমের বড়ি । " কপালে ভাঁজ টেনে বললেন, "না না এইসব ঘুম-টুম দিয়া কাজ হইবো না ।

আমার দরকার তাগড়া যুবক, দিন-রাইত যার মেশিন চলবো । " আমার গেল চোখ বড় বড় হয়ে । তিনিও বুঝলেন যে কথাটা বেফাঁস হয়ে গেছে । নিজের মেয়ের টিউটর কে . . ছি ছি ! সামলে নিয়ে বললেন, "না না ঠিক আছে । ঘুমই চলবো ।

জাগবা না খবরদার !" কিস্তি ২ এক বড় মাপের সংগঠক । বাচ্চাদের একটা সংগঠন চালান । যেসব ছেলেবাচ্চাকে একটু বেশি ভাল লাগে, তাদের ধরে আদর করেন । লোক ভাল, তবে আদর করার সময় হাতে পায়ে একটু বেশিই চাপ দেন । উনারেও পোলাপাইন আদর করে "নষ্ট মেশিন" বলে ।

কিস্তি ৩ টেম্পুতে ছিলাম । একটা ছেলেকে আরেক ছেলেকে বলছে, "তোদের স্কুল ভাল হবে না ক্যান বল? তোদেরটা তো মেশিনারি স্কুল । " ২য় ছেলেটা কটমট করে বলল, "মেশিনারি না মতিন . . মিশনারি !" ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.