আমাদের কথা খুঁজে নিন

   

উদ্ভোধনী অনুষ্ঠান কিছু কথা বলবো।



এতক্ষন পড়ছিলাম। ব্লগাররা অনেকে অনেক কথা লিখিছেন। কিন্তু একজন বন্ধু বলেছেন যে ঘৃনা আয়োজন কর্তাদের কিন্তু ক্যান বন্ধু, আননে কি হেডা বুঝেন নাই যে হেইডা আমগো দ্যাশের বঙ্গবন্ধু স্টেডিয়াম এ হয়েছে। আননে যে একডা গাধী তা বুঝলাম। উনার প্রসঙ্গ বাদ।

সত্যি বলতে কি ঢাকাকে আমি এমন ভাবে সাজতে দেখিনি কথনো। আর আমি বিয়েও করিনি আগে কখন। ঢাকার সাজ দেখে বন্ধুদের বলেছিলাম আজ আমার বিয়ে তাই সারা ঢাকা শহর সাজিয়েছি। বন্ধুরা আমাকে স্বাগত জানিয়েছে। আমার নতুন বৌ হলো উদ্ভোধনী অনুষ্ঠানের সব সুন্দর আয়োজনগুলো।

দেশপ্রেমিক ক্রিকেট প্রেমিক বন্ধুরা আমার বরযাত্রী ছিল আর বিদেশ থেকে আসা সব অতিথিরা হলো নতুন বৌ এর বৌভাতের অতিথি। মানে আমার শালা আর শালীর দল। আমার দেশের টাইগাররা হলো আমার মুরুব্বী। তাদের শুভ কামনা ও সেবা করা আমার দ্বায়িত্ব। প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ যে আমার দেশের মাটিতে টাইগাররা মানে আমার লেংটা কালের বন্ধু সাকিব বিশ্বকাপ খেলতে পারছে।

এবং আশা করি তারা তাক লাগানো খেলা উপহার দিবে। ধন্য বাদ সবাইকে। সব বন্ধুদের বলবো বিশ্বকাপ নিয়ে টাইগারদের লেখা নিয়ে কেউ নেগেটিভ আলোচনা করবেন না প্লিজ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।