আমাদের কথা খুঁজে নিন

   

চে ।। কামার ফরিদ

ভালবাসা একলা চলে হাত তো ধরেনা...

তোমাকে দেখবো বলে এখনো তাকিয়ে আছি পৃথিবীর দিকে তোমাকে দেখার সাধ এখনোতো জেগে আছে চোখের তারায় ঘুমহীন পড়ে আছে যমুনার চর। এইতো সেদিন তুমি ঘুমের পাহাড় ভেঙে গিয়েছিলে আকাশের খোঁজে আকাশ নক্ষত্র খুঁড়ে স্বাধীন পতাকা দিলে কিউবার হাতে এখানেও থামলে না তুমি কফিনের হাত ধরে চলে গেলে পৃথিবীর পথে। চে, এখন কোথায় আছো কতোপথ হেঁটে গেছ সূর্যের দিকে চুর“টের গন্ধ মেখে কতোটা মুক্ত এখন পৃথিবী তোমার? আমার পৃথিবী দেখ বিষাক্ত বাতাসে যেন গুমোট আঁধার এখানে আঁধার ছাড়া আর কোনো বনভূমি নেই নিভে গেছে সবকটি আলোর পিদিম জ্যোৎস্না রোদেরা যেন পলাতক বহুকাল বোধের জানালা খুলে মানবিক মানুষেরা একে একে চলে গেছে বিগব্যাং, ব্ল্যাকহোল, নেবুলার কাছে। সবুজ বটের পাশে পড়ে আছে বাদামি তেপল সাইরেনে ডুবে গেছে মেঘলা দুপুর চারপাশে সারি সারি সাঁজোয়া বহর এখানে এখন শুধু গিনিপিগ শিশু আর আফিমের চাষ কোথাও আকাশ নেই, নেই কোনো পূর্ণিমা রোদ। বৃক্ষটি কাটা হবে আয়োজন শেষ করে ফিরে গেছে প্রথম পুর“ষ বুলেট বিদ্ধ হয়ে পরাজিত হবে আজ মানব-কলাম মুছে যাবে পাখিদের, সবুজের, পিকাসোর স্বাধীন স্বভাব। চে, একবার এদিকে তাকাও পরাধীন মানুষেরা কী ভীষণ পড়ে আছে আফিমের ঘুমে মহুয়া নেশার মাঝে ডুবে,গেছে পৃথিবীর চাকাহীন রেল। এসময়, তোমাকেই- বড় প্রয়োজন দরোজাটা খুলে দিয়ে একবার এদিকে এসো চুর“ট-দীপ্ত মুখ আবার তোমাকে দেখি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।