আমাদের কথা খুঁজে নিন

   

ওসমানীঃ ক্ষমা কর হে নায়ক

"I may disagree of what you say, but I will defend to the death - your right to say it." – Voltaire

ওসমানীঃ ক্ষমা কর হে নায়ক আজ তোমার ২৭তম মৃত্যবার্ষিকী। খুব বেশি মাতামাতি হচ্ছে না তোমাকে নিয়ে। কারণ বাকশালী শাসনের প্রতিবাদ করতে গিয়ে তুমি আওয়ামী লীগ এবং সংসদ সদস্যপদ ত্যাগ করেছ। তোমাকে মুক্তিযুদ্ধের দলিলে সই করতে দেয়া হয়নি নানা নীল নকশা করে। সত্য জানতে আগ্রহী নতুন প্রজন্মের একজন আমি।

সবার পক্ষ থেকে আমি ক্ষমা চেয়ে নিলাম। আজ জাতির পিতা কে,জাতির চাচা কে- এসব নিয়ে বড় ব্যস্ত সবাই। মুজিবের মত বড় মাপের মানুষকে, যিনি আমাদের স্বাধীনতার স্থপতি, তাঁকে সামান্য ঘোষক বানানো হচ্ছে সাংবিধানিক ভাবে। তাই তুমি স্মৃতির আড়ালে থেকে ভাল আছ। ভাল করেছে তোমার পরিবার,তারা কোন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেনি।

নাহয় তোমার স্ত্রী হয়ে যেত গণতান্ত্রিক দেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রী,ছেলে যুবরাজ আর মেয়ে কোন রাজাকারের পুত্রবধু। আমাদের জন্য প্রার্থণা কোরো, করুণা করে হলেও। রাঙ্গা ভোর নিয়ে আনবই একদিন। যা স্বাধীন ৫৬ হাজার বর্গমাইল আমাদের এনে দিয়েছ তোমরাই... ভাল থেকো...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.