আমাদের কথা খুঁজে নিন

   

[ংন]তনুজা ভট্টার্চায্য ও অপলা হায়দাররে বুক রভিউি[/ংন]



একুশে বই মেলায় বই কিনতে গিয়ে বিখ্যাত লেখকদের বই কিনি। কারন তাদের লেখার ধরন সম্পর্কে জানি। কিন্তু কয়েক বছর ধরে মনে হচ্ছি কোথায় ছেদ পড়েছে যেন সেই পুরোনো দিনের বই কেনার আনন্দর । গত বছর তাই খুঁেজ একজন অপরিচিত লেখকের বই কিনলাম। নতুন লেখকদের বই কিনতে একটা সন্দেহ থাকে যে টাকাটা জলে যায় কিনা।

তারপরও কিনলাম। তনুজা ভট্টার্য্যের কবিতার বই ‘সাময়িক শব্দাবলি’। খুবই ভাল লেগেছে বইটি। অনেক দিন পর নতুন কিন্তু কবিতার স্বাদ পেয়েছি। এবারের বই মেলায় দেখলাম কবিকে ‘লেখক আড্ডায়’ সাক্ষাৎকার দিতে।

বোধ হয় তিনি এখন বিখ্যাত হয়ে গেছেন। জানি না এবার তার কোন বই বের হয়েছে কিনা। এবারের বই মেলায় একটা উপন্যাস কিনলাম অপলা হায়দারের ‘অতঃপর’। বইটি পরে আমি খুব চমৎকৃত। দারুন লিখেছেন।

উপন্যাস পড়ে আনন্দ পেতে চাইলে পড়ে দেখতে পারেন। লেখকের মধ্যে হাস্যরস উপস্থাপনের চেষ্টা আছে এবং সেটা খুব সুন্দর। হুমায়ুন আহমেদেও প্রভাব আছে মনে হলো। তবে তাঁর নিজস্ব ভঙ্গিটিও বুঝায়। খুব শিঘ্রই লেখক তাঁর নিজস্ব ভঙ্গিটি পাবেন বলে মনে হয়।

কিছু কিছু শব্দ কথা বার বার এসেছে যেমন ‘চুপ থাক’, ‘বাদ দে’। খারপ লাগে নি। অনেক দিন পরে একটা উপন্যাস পড়ে মজা পেলাম। বইটি পাবেন স্টুডেন্ট ওয়েজের স্টলে। আরো কয়েকটি বই ফ্রিতে পেয়েছি যেমন চঞ্চল শাহরিয়ার(বিখ্যাত চঞ্চল আশরাফ নয়) ‘ও বান্ধবী প্রিয় বান্ধবী’।

এই লেখকের পটভূমি ঢাকা নয় রাজশাহী ইউনিভার্সিটি ও অন্যান্য। ভালই লাগে কেবল টিএসসি, ঢাকা ইউনিভাসিটি, ঢাকা, ঢাকা শহর কেন্দ্রিক লেখার বিপরীতে ভিন্নতা খুঁজে পেতে। মহসিন খানের কাব্যগ্রন্থ ‘রাধাচূড়া’র সব কবিতা ভাল না লাগলেও। দু-একটি কবিতা পছন্দ হয়েছে। শেষের বই দুটি পাওয়া যাবে সিঁড়ি প্রকাশনে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।