আমাদের কথা খুঁজে নিন

   

চাকুরী নাইঃ কি আনন্দ আকাশে বাতাশে, দুর কি কই না কই-- চাকুরী আয়া পরছে; ১৯ তারিখ থেকে আবার ব্যস্ততাময় জীবন শুরু



Click This Link চাকুরী যাবার ঠিক দুই দিন পর ব্লগে চাকুরী নাই শিরোনামে একটি ব্লগ দিয়েছিলাম, আর ঐ ব্লগে যে এত রেসপন্স, সমবেদনা, মন্তব্য পাব আমি পোষ্টের আগে ভাবতে পারি নাই। আমরা যে কারো কষ্টে সমবেদনা জানাতে পারি তা আমার পোষ্টখানি না দিলে হয়তো সেভাবে জানা হত না। যারা আমার ব্লগে মন্তব্য করেছিলেন/পাঠ করেছিলেন/সমবেদনা জানিয়েছিলেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসলে ভাগ্য ভালই, সে কারনেই হয়তো চাকুরীটা চলে গিয়েছে। অপেক্ষা করতে হয়নি ১০দিনও।

গত ৪/৫ তারিখে সিভি ড্রপ করলাম কয়েকটা বিডি জবসে। ৯ তারিখে ফোন পেলাম ১০ তারিখে ইন্টারভিউ। প্রথমেই লিখিত। ডাইরিতে কাজের তালিকা ছাড়া কোন কিছুই হাতে লেখা হয় না, তাই দীর্ঘদিন পর হাতে লিখতে হল, একটু সময় বেশী লাগলেও ভালই লাগল। উত্তর করলাম সবকটি প্রশ্নেরই।

প্রথম ধাপে মৌখিক পরীক্ষা নিলেন কোম্পানীর এজিএম। সিভি আর রিটেন দেখে শুধু প্রশ্ন করল- আমি একটি প্রযেক্টের বানিজ্যিক কার্যক্রম পরিচালনা করতে পারব কিনা, সাথে আরো লোক থাকবে, বললাম ম্যানেজার পোষ্টে ২০০৬থেকে যেহেতু, সেহেতু অবশ্যই পারব, বলল কবে জয়েন করতে পারব, উত্তর- এনিটাইম। বসতে বলল দ্বিতীয় ধাপের জন্য। দ্বিতীয় ধাপের মৌখিক শুরু হল সারে ১২টায়, ডাইরেক্টর এডমিন, কথা উঠল মাইনে নিয়ে, উনাদের বাজেট কম, টারগেট দিলাম এর নিচে করব না, হইলে দেখেন। উনিও বলল এমডি সাহেব দুপুরের পর আসবে, ফাইনাল মৌখিক হবে।

২/৩০ এর পুনরায় আসার কথা বলে বেরিয়ে আসলাম। ঠিক ২/৩০মিনিটে হাজির হলেও ডাকা হল ৩/১৫র দিকে। এখানে কিছু কাজের প্রশ্ন করা হল, করা হল কি কারনে এতগুলো জব পরিবর্তন, সত্যি সত্যি বলে দিলাম। বলল কবে থেকে জয়েন করবেন- বললাম ৭দিন, বলল ঠিক আছে- ক্যালেনডার দেখে ১৯তারিখেই জয়েন করার কথা বলল। বিরিয়ে এলাম স্ব-আনন্দে।

সন্ধ্যা বেলা ফোন আসল কোম্পানীর এডমিন থেকে, স্যার আপনাকে অভিনন্দন, ১৯ তারিখে দেখা হবে। বলল সার্টিফিকেটের ফটোকপি সাথে নিয়ে যেতে। আর ১৩ তারিখে ফোন করল কোম্পানীর এডমি ডিরেক্টর, আগে জয়েন করতে পারব কিনা। বললাম ম্যাডাম অনেকদিন বাড়ীতে যায় না, তাই ভাবছিলাম বাড়ী থেকে ঘুরে এসেই জয়েন করব। বললেন- আপনি তো এনিটাইম বলেছিলেন, বললাম যদি এলাউ না করেন তা হলে কাল থেকেই করতে পারি।

উনি বলল ঠিক আছে ঘুরে আসেন ১৯ তারিখেই দেখা হবে। ভেবেছিলাম ঐ দিনই ব্লগ দিব, কিন্তু এতদিন কোথাও সার্টিফিকেট প্রয়োজন পরে নাই তাই সার্টিফিকেটের কপি ও ছবি ম্যানেজ করতে করতে ব্লগ দিতে দেরী হয়ে গেল। আবারও সবাইকে ধন্যবাদ। অবশ্যই দোয়া করবেন আমার জন্য।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।