আমাদের কথা খুঁজে নিন

   

ভ্যালেন্টাইন সুমনুসংলাপ (দেন দে উইল লিভ হ্যাপিলি এভার আফটার...)

"You may like a situation which is not good for you And You may dislike a situation which is good for you." (Al- Quran)

- ছেলে = মেয়ে - চলো স্টার সিনেপ্লেক্সে যাই... একটা শো দেখে আসি = না - আচ্ছা তুমি সিনেমা দেখতে যেতে চাও না কেন? = আগে না একবার বলেছি দুই জায়গায় যাওয়ার কথা কখনো বলতে পারবে না... - সিনেমা হল আর কোনটা যেন? = সাইবার ক্যাফে... - হুঁ সাইবার ক্যাফেতে আমিও একসাথে যেতে চাই না ... দুজনের বসার জন্য জায়গা খুব কম... অবশ্য যারা একজন আরেকজনের কোলের উপর বসতে চায় এবং ব্রাউজ করতে চায় তাদের কথা আলাদা...! = আচ্ছা তোমার মন এত ভোলা কেন? একটু আধটু লেখালেখি কর এজন্য বিরাট বিরাট লেখকদের মতো ভোলা মন ভাব ধর কেন? - কী করব আমার মনটাই ভোলা ভোলা খোলা খোলা... মনটা “ভোলা” বা “খোলা” না হয়ে “ঢাকা” হলে ভাল হত... = হা হা ঢাকা হলে কী হত? - তোমার কথাগুলো ঢেকে রাখতাম... প্রয়োজনমতো উল্টে দেখে নিতাম! = আচ্ছা ভ্যালেন্টাইন ডে টা অন্য দিনের মতো কথা বলে পার করলে অসুবিধা কী? স্পেশাল কিছু করতে হবে কেন? -বেশিরভাগ কাজ আমরা কেন করি জানো? =না - কারণ অন্যরা করছে... = হা হা ঠিক বলেছ... - চলো লং ড্রাইভে যাই! = কেন? - অন্যরাও যাচ্ছে তো... = না ... এটা তিন নাম্বার... - কীসের? = ভোলা মিয়া... সিনেমা, সাইবার ক্যাফে ও লং ড্রাইভ... আচ্ছা তোমার তো আগে অন্যরা যা করে বলে তা আমাকে করা বলার অভ্যাস ছিল না ... দিন দিন খারাপ হয়ে যাচ্ছ মনে হয়? - অন্যরা তো আজকের দিনে স্ট্রেইট ড্রাইভে যাচ্ছে! আমি তো স্ট্রেইট ড্রাইভের কথা বলি নি তাই না! খারাপ হলাম কই? = এটা চার নাম্বার... প্রেম ভালোবাসা কী ক্রিকেট খেলা না কী? স্ট্রেইট ড্রাইভ লং ড্রাইভ যত্তোসব অপসংস্কৃতি... - আজকের দিনে তোমার না শুনতে শুনতে মনটাই খারাপ হয়ে গেল। এখন মন ভাল করার ব্যবস্থা কর... = কীভাবে? - এবার ভোলা কে? আমি ভোলা মিয়া ... সুতরাং তুমি ভোলা বিবি! আগে মন খারাপ হলে আমরা কী করতাম? = ওহ্ মনে পড়ছে... না আজ না... লজ্জা লাগছে... - প্লীজ = না - আবার না? ওহ্ গড = ঠিক আছে তুমি আগে... - ঠিক আছে ভাল করে তাকাও আমার দিকে ... হ্যাঁ ঠিক আছে ...“মনুনা আমি তোমাকে ভালবাসি। = মনুর পরে আবার না কেন? - ওহ্ আজ তোমার না শুনতে শুনতে মনুর পরে না চলে আসছে! ঠিক আছে আবার... রেডি...“মনু আমি তোমাকে ভালবাসি, অনেক ভালবাসি, বেশী ভালবাসি এবং অনেক বেশী ভালবাসি।... এবার তোমার পালা... = না ... লজ্জা লাগছে - এবার কিন্তু বে-ইনসাফ হচ্ছে = আচ্ছা ইংরেজীতে বলি? - না ইংরেজীতে ১ লক্ষবার আই লাভ ইউ বললে সেটা বাংলায় ১বার আমি তোমাকে ভালবাসি বলার সমান হবে না! = তা অবশ্য ঠিক বলেছ...বাংলায় যতোবার তোমাকে বলেছি ততোবারই আমি কেঁপে উঠেছিলাম! - কেঁপে উঠলে কেন? মিথ্যে বলেছিলে না কী? = আরে ঐ কম্পন না... তোমরা পুরুষরা এই কম্পন বুজবে না... - ভয়াবহ কোন কম্পন মনে হচ্ছে! = ভয়ের আবহ- ভয়াবহ হলে ঠিকই আছে... আচ্ছা আজ আর আমি কম্পিত না হই? আজ আর না বলি... প্রতিদিনই তো আমাদের ভ্যালেইন্টাইনস ডে... একথা তো তুমিই বলেছ... - দাঁড়াও তোমাকে দিয়ে বলিয়ে নিচ্ছি!... একটা জোকস্ আছে ওটা শুনলেই তুমি হড়হড় করে বলে দিবে! = বল কী ! এ ধরণের কোন জোকস্ আছে না কী? - হ্যাঁ ... ইংরেজি জোকস্... Once there lived a boy. He proposed a girl saying,"I Love You"... The girl forcefully said ,"NO!" Then the boy lived happily ever after! = ... ... ... হা হা হা - জোকসটা অনেকেই ধরতে পারে না ... তুমি ধরতে পেরেছ সেজন্য ভাল লাগছে। এখন আমাকে কী “না” বলবে না কী আমি হ্যাপিলি লিভ্ড এভার আফটার হব? = হুমকি দিচ্ছ? আমি “না” বললে হ্যাপিলি লিভ করতে পারবে বলে আমার মনে হয় না সেজন্যই বলছি... তাকাও ... হ্যাঁ রেডি... ‘আমি তোমাকে ভালবাসি, অনেক...অনেক...অনেক ভালবাসি। ভালবাসি প্রথম দেখার পর থেকে... এভার আফটার...’ - ধন্যবাদ মনু... জানি না ভবিষ্যতে কী আছে... তবে তোমার এই নির্ভেজাল ভালবাসি বলার কারণে I will live happily ever after... = same here...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।