আমাদের কথা খুঁজে নিন

   

ভালবাসা বিরোধী নয়! দিবস বিরোধী পোস্ট..

বিশ্বটাকে সুন্দর করে সাজানোর জন্যই এত কথা বলি.. ।
ভালবাসতে বাসতে ফতুর করে দিব! আজকের দিনের স্লোগান হ্ওয়া উচিত ছিল এটা! দুটি মনের মিল,কিছু ভালালাগার একাত্বতা আর বিশ্বাস নিয়ে ভালবাসা হয়। কিন্তু কোথায় কি -টাকার যোগসূত্রতা,লোকচক্ষুর আড়ালে যাওয়া,আর অবিশ্বাস হচ্ছে এখন ভালবাসার মূল কথা! হয়তো ব্যাক্তি আর ক্ষেত্র বিশেষে এই ধারনা পরিবর্তন হতে পারে। সকালে ভার্সিটির উদ্দ্যশে বের হ্ওয়ার সময় দেখলাম ফুলের দোকানে ঝগড়া! কারন ফুলের দাম অনেক!,রিকসায় উঠলাম ভাড়া দিলাম ৫ টাকা বেশি! কারন আজ ভালবাসা নামে আজব এক দিবস! হাইরে মানুষ এইকারনে ঝগড়া করবো নিজের ক্ষতি করবো,তাহলে ভালবাসাটা কোথায়! তারপরো ভালবেসেয় ছাড়বো আজ! ভালবাসার কি কোন দিবস থাকা উচিত? ভালবাসা প্রকাশের ক্ষমতা যার আছে তার কোন দিবস লাগে না! লাগে আত্ববিশ্বাস আর কমন সেন্স এর সুষ্ঠ ব্যবহার । আজ ভার্সিটি গিয়েছিলাম পা থেকে মাথা পর্যন্ত কাল পোষাকে! অনেকের আগ্রহ! কাল কেন! আজ তো সুখ আর শুধু ভালবাসার দিন! আমার উত্তর টা এমন ছিল""আমার ভালবাসা ৩৬৫ দিন সমান তাই কোন দিবস দরকার নাই,কাল পড়ছি কারন তোদের জন্য খারাপ লাগছে যে একদিনের ভালবাসার জন্য সবাই পাগল হয়ে গেলি! তাই তোদের জন্য শোক প্রকাশ করছি"' আহারে বেচারারা কি অবস্থা একদিনের ভালবাসার জন্য ক্লাস করবেনা,গোলাপ কিনলো একটা ৩৫ টাকায়! একদিন তারা কাছে আসবে সারাদিনটাকে স্বরনীয় করে রাখবে আর মেতে উঠবে সব পাবার আনন্দে!! এটা কি ভালবাসা! প্রকৃত ভালবাসার কোন দেশ নাই,দিবস লাগে না,লাগেনা অতিরিক্ত খামখেয়ালী পনা! যদি ভ্যালেন্টাইন সাহেব সত্যিই প্রকৃত ভালবাসার কারনে মারা যান তাহলে তার জন্য শোক প্রকাশ করছি তার কারনে দিবস উজ্জাপন করে তার মৃত্যুকে হাস্যকর কেন করবো! কেন উপোভোগ করবো অনাবিল আনন্দ নামক উদ্ভট একটা দিন! আমার ভালবাসা আমার মায়ের জন্য,আমার ভাই বোনের জন্য আমার বাবার জন্য যারা আমাকে ভালবেসে ধন্য করেছেন ।এবং সারাজীবন করবেন সেই আশায় করি। তাই একদিনের ভালবাসায় আপ্লুত হয়ে র্গাল ফ্রেন্ড আমাকে ভালবাসতে বাসতে ফতুর করে দিবে এটা চাইনা! আমার যত ভালবাসা সব আমার পরিবারের জন্য.. ----------------------------------------------------------
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.