আমাদের কথা খুঁজে নিন

   

খাজার আউট নিয়ে তোলপাড়

সিদ্ধান্তটার তীব্র সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কেভিন রাড ও ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে এর ব্যাখ্যাও দাবি করেছেন সিএ’র প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড। এবারের অ্যাশেজের শুরু থেকেই আম্পায়ারদের সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি বা ডিআরএস নিয়ে বিতর্ক চলছে। বৃহস্পতিবার তৃতীয় টেস্টের প্রথম দিনেও তা অব্যাহত ছিল। মধ্যাহ্ন-বিরতির আগে ইংল্যান্ডের অফস্পিনার গ্রায়েম সোয়ানের বলে উইকেটরক্ষকের গ্লাভসবন্দী হওয়ার সিদ্ধান্ত মেনে নিতে পারেননি অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটসম্যান খাজা।

আম্পায়ার টনি হিলের কাছে ‘রিভিউ’য়ের দাবি করেন তিনি। হট স্পটে ব্যাটে বল স্পর্শের জোরালো প্রমাণ না পেলেও মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই বহাল রাখেন তৃতীয় আম্পায়ার কুমার ধর্মসেনা। এ নিয়েই ক্ষুব্ধ সিএ’র প্রধান নির্বাহী। এক বিবৃতিতে সাদারল্যান্ড বলেন, “উসমান খাজার আউট নিয়ে আইসিসির কাছ থেকে ব্যাখ্যা দাবি করছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আমরা মনে করি মাঠের সিদ্ধান্ত এবং ডিআরএসের মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত দুটোই ভুল ছিল।

” “সিএ এখনো ডিআরএসের জোরালো সমর্থক। তবে এই ঘটনায় সংশ্লিষ্ট খেলোয়াড়, দল এবং সব ক্রিকেট-ভক্তের পক্ষ থেকে কীভাবে এমন একটা সিদ্ধান্ত নেয়া হলো, তার যথার্থ ব্যাখ্যা চাওয়া দায়িত্ব বলে মনে করছি আমরা। ” কেভিন রাডও ক্ষোভ চেপে রাখতে পারেননি। টুইটারে তিনি লিখেছেন, “আমি খেলা দেখেছি। ক্রিকেটে আমার দেখা সবচেয়ে বাজে সিদ্ধান্ত এটা।

” অস্ট্রেলিয়ার কিংবদন্তি-স্পিনার শেন ওয়ার্নও ক্ষুব্ধ। তিনি বলেন, “প্রথমে আম্পায়ার এবং পরে ডিআরএসের সিদ্ধান্ত অত্যন্ত জঘন্য ও হাস্যকর। ”

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।