আমাদের কথা খুঁজে নিন

   

কেয়ামতের এমন নিদর্শন যেগুলো একের পর এক প্রকাশ হতে থাকবে, যেমন কোন মালার সূতো ছিড়ে গেলে দানা গুলো একের পর এক খসে পড়তে থাকে

---

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا اتُّخِذَ ‏ ‏الْفَيْءُ ‏ ‏دُوَلًا ‏ ‏وَالْأَمَانَةُ مَغْنَمًا وَالزَّكَاةُ ‏ ‏مَغْرَمًا ‏ ‏وَتُعُلِّمَ لِغَيْرِ الدِّينِ وَأَطَاعَ الرَّجُلُ امْرَأَتَهُ ‏ ‏وَعَقَّ ‏ ‏أُمَّهُ وَأَدْنَى صَدِيقَهُ وَأَقْصَى أَبَاهُ وَظَهَرَتْ الْأَصْوَاتُ فِي الْمَسَاجِدِ وَسَادَ الْقَبِيلَةَ فَاسِقُهُمْ وَكَانَ زَعِيمُ الْقَوْمِ أَرْذَلَهُمْ وَأُكْرِمَ الرَّجُلُ مَخَافَةَ شَرِّهِ وَظَهَرَتْ ‏ ‏الْقَيْنَاتُ ‏ ‏وَالْمَعَازِفُ وَشُرِبَتْ الْخُمُورُ وَلَعَنَ آخِرُ هَذِهِ الْأُمَّةِ أَوَّلَهَا ‏ ‏فَلْيَرْتَقِبُوا ‏ ‏عِنْدَ ذَلِكَ رِيحًا حَمْرَاءَ وَزَلْزَلَةً وَخَسْفًا ‏ ‏وَمَسْخًا ‏ ‏وَقَذْفًا ‏ ‏وَآيَاتٍ ‏ ‏تَتَابَعُ ‏ ‏كَنِظَامٍ ‏ ‏بَالٍ ‏ ‏قُطِعَ سِلْكُهُ فَتَتَابَعَ ‏ سنن الترميذي / ‏كِتَاب ‏ ‏الْأَحْكَامِ عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏‏ ‏بَاب ‏ ‏مَا جَاءَ إِذَا كَانَ الْمَطَرُ فَالصَّلَاةُ فِي ‏ ‏الرِّحَالِ ‏ ‏ রাসুল স. বলেন: যখন জিহাদ লব্ধ সম্পদকে ব্যক্তিগত সম্পদে পরিণত করা হবে, যখন আমানত রাখা বস্তুকে লুটের মাল গণ্য করা হবে, যাকাতকে জরিমানার মত কঠিন মনে করা হবে, যখন শিক্ষার উদ্দেশ্য দ্বীনের জ্ঞান অর্জনের জন্য হবে না, যখন মানুষ স্ত্রীর আনুগত্য ও মাতার অবাধ্যতা শুরু করবে, যখন মানুষ বন্ধুকে কাছে টেনে নিবে ও পিতাকে দূরে সরিয়ে রাখবে, যখন মসজিদসমূহে হট্টগোল হবে, যখন পথচারী কুকর্মী ব্যক্তি দলের নেতা হবে, যখন জাতির সবচেয়ে খারাপ ব্যক্তি তার জাতির প্রধান হবে, যখন লোকদের সম্মান করা হবে তাদের অনিষ্টের ভয়ে, যখন গায়িকা নারী ও বাদ্য-যন্ত্রের ব্যাপক প্রচলন হবে, যখন মদ্যপান শুরু হবে, যখন মুসলিম সম্প্রদায়ের পরবর্তীকালের লোকেরা পূর্ববর্তী লোকদের অভিশাপ দিবে, তখন তোমরা প্রতীক্ষা কর একটি রক্তিম বর্ণের ঝড়ের ,ভূমিকম্পের, ভূমিধ্বসের, আকার-আকৃতি বিকৃতি হয়ে যাওয়ার এবং কেয়ামতের এমন নিদর্শন সমূহের যেগুলো একের পর এক প্রকাশ হতে থাকবে, যেমন কোন মালার সূতো ছিঁড়ে গেলে দানা গুলো একের পর এক খসে পড়তে থাকে।.. ____________________________________________________________________ তথ্য সূত্র: তিরমিযী- কিতাবুল আহকাম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।