আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশকে লইয়া দাদাদের ইহা কি ইচ্ছাকৃত ভুল?



এই মূহুর্তে দাদাদের সহিত অস্ট্রেলিয়ার ওয়ার্মআপ ম্যাচ চলিতেছে। অসি বোলিংয়ের তোপে তেনাদের ধুতির কোচা খুলিয়া যায় যায় অবস্থা (চলতি স্কোরঃ ভারত ১৬৩/৮, ওভার ৩৭)। যাইহোক, খেলার ফলাফল লইয়া এই পোস্টের অবতারণা নয়। ইএসপিএন স্টার ক্রিকেট চ্যানেলে উহাদের খেলা সরাসরি সম্প্রচার করা হইতেছে। তা ইএসপিএন স্টার ক্রিকেট দাদাদের মালিকানায় পরিচালিত বিধায় তাঁহারা লাইভ ব্রডকাস্ট করিবেক, ইহাই স্বাভাবিক।

হিংসুটে কুচুটে স্বভাবের বাঙ্গালি ইহাও হজম করিয়া লইতে রাজী আছি। কিন্তু তারপর...ও হরি! এ কী হেরিলাম!!! ধারাবিবরণকারী হঠাৎ একসময় বিশ্বকাপের ‘বি’ গ্রুপের ফিক্সচার উল্লেখ করিবার সময় টেলিভিশন পর্দায় নিম্নসদৃশ দৃশ্য ভাসিয়া উঠিলঃ হুজুগে কুচুটে বাঙ্গাল সব কিছুতেই নাসিকা কুঞ্চিত করিয়া দুর্গন্ধ খুঁজিয়া বেড়ায়। খাঁটি বাঙ্গাল হিসেবে আমিও এই বদ্‌গুনের বাহিরে নই। তাই মনে প্রশ্ন আসে, উপরের ফিক্সচারে গা শিহরিয়া উঠা ত্রুটিটা কি ইচ্ছাকৃত? জানিতে বড় সাধ হয়। আপনাদের কাহারো জানা থাকিলে এই অধমকে অবগত করিবেন, ইহাই বাঞ্ছা করি।

অটঃ ফিউশন ফাইভদের নিকট হইতে ইহার উত্তর প্রত্যাশা করি না। কারণ তাহাদিগের উত্তর কি হইবে, আম জনতার এই ব্যাপারে সম্যক ধারণা আছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.