আমাদের কথা খুঁজে নিন

   

কৌতুক সংকলন

দার্শনিক

১। রন্টি : বাবা, পোড়া আলু দেখতে তোমার কেমন লাগে? বাবা : কেন ভালোই তো! রন্টি : ফোন এসেছিল। একটু আগে তোমার আলুর গুদামে আগুন লেগেছে! তোমাকে দেখতে যেতে বলেছে। ২। রন্টি : মিস, আপনি কি আমার বাবাকে কালকে ফোন দিয়েছিলেন? মিস : আমি? নাতো!! কেন? রন্টি : না, মানে গতকাল আমি বাবার মোবাইলে লেখা দেখলাম, "ওয়ান মিস কল।

" ৩। রন্টি একবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। সেখানে এক সুন্দরী নার্স কে দেখে তার প্রেমে পড়ে গেল। রন্টি ঐ নার্সকে একটা লাভ লেটার লিখে ফেললো। শুরু করলো এইভাবে, ' আই লাভ ইউ, সিস্টার...' ৪।

রন্টি রাস্তার পাশের দেয়াল লিখন পড়তে পড়তে যাচ্ছিল। হঠাৎ দেখল লেখা রয়েছে: "যে পড়লো সে গাধা"। বেশ কিছুক্ষন চিন্তা করে রন্টি ঐ লেখাটা পরিবর্তন করে লিখে দিল: "যে লিখেছে সে গাধা"। ৫। বান্টি : জানিস রন্টি নেপোলিয়ন বলেছিলেন যে তার ডিকশনারীতে 'অসম্ভব' বলে কোন শব্দ নেই।

রন্টিঃ 'আরে কেনার আগে দেখে নিলেই হতো ঐ শব্দটা ডিকশনারীতে আছে কিনা, তাহলেই তো আর এই দুঃখ থাকতো না। ' ৬। রন্টি : কালকে ট্রেনে সারা রাতই বলতে গেলে ঘুমাতে পারিনি। বান্টি : কেন? রন্টি : আরে আমাকে দেয়া হয়েছে উপরের বার্থ! আর জানিস তো আমি উপরের বার্থে ঘুমাতে পারিনা। বান্টি : নিচের বার্থের লোকের সাথে এক্সচেঞ্জ করে নিলি না কেন? রন্টি : আরে ঐ বার্থে তো কোন লোকই ছিলনা, তাহলে কার সাথে এক্সচেঞ্জ করবো বল?


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।