আমাদের কথা খুঁজে নিন

   

কানাডা-ধোলাই !



২০০৩ সালের একটা লেনদেন বকেয়া পড়েছিলো কানাডার সাথে। আচমকা বাংলাদেশের মাথায় পড়েছিলো কানাডীয় বাজ ! সেই বেদনা আমাদের এখনো পোড়ায়। এ বিশ্বকাপের মূল আসরে ওদের সাথে সাকিবদের দেখা হবার সম্ভাবনা নেই বললেই চলে। তাই পুরনো লেনদেন মেটাবার জন্য প্রস্তুতিম্যাচ ভরসা। ওদের কাপ্তান ঢাকা নেমেই সেই স্মৃতি রোমন্থন করতে একটুও দেরী করেননি।

আপাতত আমরা প্রস্তুতি ম্যাচে ছোট্ট একটা চাটগাঁইয়া ধোলাই দিয়ে রাখলাম। আসল ম্যাচে আবার দেখা হলে আসল হিসাব চুকিয়ে দেয়ার ইরাদা জাগরুক রইলো। টসে জিতে বাংলাদেশ ফিল্ডিং নেয়। পেসার সফিউল আর রুবেল ধ্বংসযজ্ঞের সূচনা করেন। পরে সাকিব রিয়াদরা সেটার ষোলকলা পূর্ণ করেন।

কানাডা ৩৭.৩ ওভারে ১১২ রানে অল আউট হয়ে যায়। সফিউল,রুবের আর রিয়াদ নেন ২টি করে উইকেট। সাকিব ৫ রানে নেন ৩ উইকেট। বাকি উইকেট নেন নাইম। জয়ের জন্য ১১৩ রানের লক্ষ্যে বাংলাদেশ মাঠে নামে।

তামিম ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় কানাডা। তামিম ৫০ বলে ৬৯ করে আউট হন। ৩টি ছক্কা আর ৭টি চার মারেন তিনি। অন্য ওপেনার কায়েস (৩৯*) জুনায়েদকে (১*) নিয়ে ১৯.২ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যান। ৯ উইকেটের বিশাল জয় পায় বাংলাদেশ।

এখন আসল ম্যাচে বাংলাদেশকে এমন রূপেই পাবার স্বপ্নে বিভোর আমরা। গুড লাক বাংলাদেশ ! স্কোর কার্ড- Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।