আমাদের কথা খুঁজে নিন

   

তোমরা যারা এ প্লাস পাওনি , যারা এ প্লাস পাইছ

এইটা আমার ব্লগ।

তোমরা যারা এ প্লাস পাওনি মন খারাপ করনা। বিশ্বের সব চেয়ে সফল মানুষ গুলোর ৫০% এ প্লাস পাওয়া দুরের কোথা হায়ার সেকেন্ডারি পরিক্ষাও দেয় নাই। তাদের সাফল্যের চাবি কাঠি ছিল একটা মাথায় পোকার মত ঢুকে থাকা স্বপ্ন, হাজার বার হেরে যাওয়ার পরেও সেই স্বপ্নকে নিয়ে ফাইট করে যাওয়া এবং এবং নিজের সিমাবধ্যতা গুলো খুজে বের করে তার জন্যে নিজেকে ট্রেইন করা। আর যারা যারা এই প্লাস পাইছ, তারাও শুনে রাখ, আওট দেয়ার ইন দা স্ত্রিট এই এ প্লাস এর কোন দাম নাই।

অনেক বেশি সহজ ছিল তোমার পরিক্ষা। তোমাকে ঠিক মত টেস্ট করা হয় নাই। এবং তার চেয়ে খারাপ যেইটা তা হল, তোমার এডুকেশান সিস্টেম তোমাকে আসল আর দরকারি স্কিল গুলো শেখায় নাই। যা শিখে তুমি এ প্লাস পাইছ, দেখবা সারা জিবনে এই গুলোর কোন প্রাকটিকাল কাজ আসবেনা। তোমার নিজেকে গড়তে হলে, তোমার প্রেজেন্টেশান স্কিল বাড়াতে হবে, লেখা/পড়া/বলা সব কিছুতে বাঙলা এবং ইংলিশে কমিনিকিউশান স্কিল হতে হবে সেরা, কনফ্লিক্ট মেনেজমেন্ট শিখতে হবে, ক্রিটিকাল এনালিসিস শিখতে হবে, ইমোশনাল ইন্টেলিজিন্স বাড়াতে হবে, কাল্কুলেটার বাদে মাথায় জটিল কাল্কুলেশান করার ক্ষমতা থাকতে হবে, পিপল মেনেজমেন্ট মানে মানুষকে ম্যনেজ করার স্কিল জানতে হবে, পরিস্রম করা শিখতে হবে, প্রেশার নেয়া জানতে হবে, ফোকাস করা শিখতে হবে।

দুক্ষ জনক ভাবে তোমার এডুকেশান ব্যবস্থা তোমাকে এই গুলো শেখায় নাই এবং তোমার এ প্লাসে এই গুলো, তুমি শিখছ তাও প্রমানিত হয় নাই। সও আউট দেয়ার ইন দা স্রিট কেও তোমাকে ফুটা পয়সার মুল্য দিবেনা। এবং যোগ্য না হলে তোমাকে ওরা ছুরে ফেলে দিবে। সো , ইউ বেটার প্রিপেয়ার ইওরসেলফ অ্যান্ড ডোন্ট ব্লেম দা এডুকশান। ইঊ হেভ বিন ওয়ারন্ড।

এবং এই গুলো ছাড়াও এই সোসাইটির প্রতি তোমার রেসপন্সিবিলিটি সম্পর্কে তোমাকে সচেতন হতে হবে। তুমি যে হায়ার সেকেন্ডারি পরিক্ষা দিছ, তার মানেই হল তুমি একটা ভর্তুকির সিস্টেমের মধ্যে গরিব মানুষের ট্যাক্স এর পয়সায় এত দূর পড়া শোনা করছ। সো, তুমি লাকি এবং এই সোসাইটিকে তোমার এক সময় প্রতিদান দিতে হবে। এবং সেইটা দেয়ার সব চেয়ে উত্তম উপায় হইলো নিজেকে গড়ে তলার মাধ্যমে নিজেকে যোগ্য করে দুনিয়াতে জায়গা করে নেয়া। এউ নিড টু রিটার্ন দা ফেভার টু ইওর কাউন্ট্রি দো শি উইল নেভার আস্ক দিস ব্যাক।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।