আমাদের কথা খুঁজে নিন

   

আমি অন্তত এইভাবে মানুষকে বিশ্বাস করবো না, আপনি অপরিচিত জনকে কতটুকু বিশ্বাস করেন?

রাজাকার মুক্ত বাংলাদেশ চাই
সেদিন এয়ারপোর্ট থেকে বাসার দিকে আসছিলাম। ভরদুপুর। কুড়িলে আসার পর এক হুজুর বাসে উঠল। বয়স খুব বেশি না, ৩৫ এর কাছাকাছি হবে। হুজুর বিক্রি করছিলেন কোরআন শরীফের সিডি।

এক সিডিতেই সমগ্র কোরআন শরীফ, বাংলা তরজুমা সহ। প্রতি সিডির দাম ১০০ টাকা। যদিও প্যাকেটের গায়ে ১৫০ টাকা লিখা, তবে বাসে ১০০ টাকাই দাম। কেউ যদি কিনেন, আওয়াজ দেন। কিনল একজন।

হুজুর বলল, আর কারো যদি কিনার ইচ্ছে থাকে, কিন্তু এই মূহুর্তে যদি টাকা না থাকে, তাও আওয়াজ দেন। হুজুর বাকিতে ও সিডি দিতে রাজী হলেন। একলোক বলল, তার কাছে টাকা নাই, কিন্তু তিনি কিনতে চান, তখন ঐ হুজুর বলল, প্রতি শুক্রবার আছরের নামাজের পর থেকে ইশা পর্যন্ত তিনি নাখালপাড়া মসজিদের সামনে বসেন, তাকে ঐ সময় টাকাটা দিলেও হবে। এই বলে অবলীলায় হুজুর একটা সিডি তাকে দিলেন। আর হুজুর একটা কার্ড দিলেন, বলল, ঐ কা্র্ডে হুজুরের দেওয়া নাম্বারে একটা মিসকল দিতে, যাতে হুজুর সেই নাম্বারটা সেভ করে রাখতে পারেন।

কারণ অনেকেই সিডি বাকীতে নেন, কে কে টাকা দিলো, সেটার হিসাব রাখার জন্য তিনি মোবাইল নাম্বার সেভ করে রাখেন। ( এই মোবাইল নাম্বার দিয়ে মনে হয় না কারো পাওনা টাকা উদ্ধার করা যাবে। ) হুজুর আরো বলে গেল, যদি দিতে না পারেন, কিংবা সম্ভব না হয়, মারা যান, তবে টাকা মাফ। তার কোনো দাবী দাওয়া নাই। এই বলে হুজুর বাস থেকে নেমেই গেল।

তবে যেই লোক বাকীতে সিডিটা নিল, তার পোষাক-আশাক দেখে মনে হয় নাই, তার কাছে ১০০ টাকা ছিলো না। এইযে হুজুরটা অবলীলায় একটা সিডি দিয়ে চলে গেল, এতে কি শুধুই বিশ্বাস, নাকি ধর্মানুভূতিও ছিল্? সিডির কাভার সহ সিডির দাম কম করে হলেও ৩০-৪০টাকা তো হবে। আজকাল এই যুগে মানুষতো মানুষকে ১০টাকারও বিশ্বাস করে না। করতে চায় না । মানুষ মানুষকে বিশ্বাস করবে, এটাইতো স্বাভাবিক, কিন্তু আমরা তো সেটা করি না।

তাই এই ছোটো ঘটনাগুলো ও বড়ই বেমানান লাগছে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.