আমাদের কথা খুঁজে নিন

   

মন ভাল করা কিছু ছবি, মন ভাল না হলে শেষ ছবিটা অন্তত দেখবেন।

ুাুিইাু্

অনেকদিন ধরে ভাবছি কানাডার ন্যচারাল সৌন্দর্য নিয়ে ফটোব্লগ লিখব, কিন্তু সময়ের অভাবে আর লেখা হয়নি। মন্ট্রিয়েল নাকি পৃথীবির সুন্দর তম শহর গুলোর অন্যতম। তার কিছু ছোট খাট ছবি নিয়ে আমার আজকের পর্ব। একটা ভাল না লাগলে অন্যটা ভাল লাগবে আশা করি। নিচের দিকে যেতে থাকেন...আর দেখতে থাকেন।

আজকে শুরু করলাম প্রথমে টিউলিপ দিয়ে। যখন বাংলাদেশে ছিলাম অনেক কথা শুনেছিলাম আর গল্পে পড়েছিলাম এই টিউলিপের গল্প। কখনো ভাবিনাই আমি নিজের চোখে সেই অনাকাঙ্খিত টিউলিপ দেখব। অপ্রত্যাশিত ভাবে দেখার সুযোগ হয়েছিল, অনেক ভাল লেগেছিল যেদিন প্রথমে দেখেছিলাম। ক্যামেরায় শট নিতে ভুল করেনি।

প্রথমে দেখেন এই ছবিটা ভাল না লাগলে পরেরটাতে আশা করি ভাল লাগবে। এর পরে এই ছবিটা দেখেন, খুব মনযোগ দিয়ে দেখবেন। আশা করি মন আশি ভাগ ভাল হয়ে যাবে। অনেক গুলো টিউলিপ একসাথে দেখেন খুব ভাল লাগবে। মন ফিফটি ভাগ ভাল হয়ে যাবে।

একটু মনযোগ সহকারে … আমার এই ছবিটা অনেক ভাল লেগেছে যানি না আপনাদের কতটুকু ভাল লাগবে। এই ছবিটা আমার অনেক প্রিয় একটা ছবি। ব্যাকগ্রাউন্ডে পুরাটায় আকাশ। আমার অনেক প্রিয় আরেকটা ছবি। মনে ভাল হওয়ার শতভাগ গ্যারান্টি।

ব্যাকগ্রাউন্ড অনেক সুন্দর। আমার নিজের হাতে তোলা প্রিয় ছবি গুলোর মধ্যে একটা। মনে ভাল হওয়ার শতভাগ গ্যারান্টি। একটু অন্য চোখ দিয়ে দেখার চেষ্টা করেন। আশা করি ভাল লাগবে।

ব্যাকগ্রাউন্ড অনেক সুন্দর। আমার নিজের হাতে তোলা প্রিয় ছবি গুলোর মধ্যে একটা। মনে ভাল হওয়ার শতভাগ গ্যারান্টি। আরো কিছু ভাল লাগা ফুল। ভাল না লাগলে মন খারাপ করবেন না।

মন খারাপ করলে মন ভাল হবে না। আর মন ভাল্ না হলে কিছুই ভাল লাগবে না। নিচের দিকে যেতে থাকেন আশা করি মন ভাল হতে থাকবে। গ্যারান্টি। মন ভাল করা ছবি-১ মন ভাল করা ছবি-২ মন ভাল করা ছবি-৩ মন ভাল করা ছবি-৪ মন ভাল করা ছবি-৫ মন ভাল করা ছবি-৬ মন ভাল করা ছবি-৭ মন ভাল করা ছবি-৮ মন ভাল করা ছবি-৯ মন ভাল করা ছবি-১০ মন ভাল করা ছবি-১১ মন ভাল করা ছবি-১২ মন ভাল করা ছবি-১৩ মন ভাল না করা ছবি-১, দুংখিত এর পরেও যদি কারও ভাল না লাগে তার জন্য আমার পক্ষ থেকে নিচের এই ছবিটা।

যত্ন করে রেখে দিবেন দেখবেন মন একদম ভাল হয়ে গেছে। আজকের মত এই পর্যন্ত... আগামীতে আরও সুন্দর ছবি যেন উপহার দিতে পারি সেই প্রত্যশায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।