আমাদের কথা খুঁজে নিন

   

আসিবে ফাল্গুন

পুরানো সেই দিনের কথা ভুলবে কেরে হায় ও সেই চোখের দেখা প্রানের কথা সেই কী ভুলা যায়. .

দিয়ে গেনু বসন্তের এই গানখানি– বরষ ফুরায়ে যাবে, ভুলে যাবে জানি তবু তো ফাল্গুনরাতে এ গানের বেদনাতে আঁখি তব ছলোছলো...এই বহু মানি চাহি না রহিতে বসে ফুরাইলে বেলা, ...তখনি চলিয়া যাব শেষ হলে খেলা আসিবে ফাল্গুন পুন,তখন আবার শুনো, নব পথিকেরই গানে নূতনের বাণী

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।