আমাদের কথা খুঁজে নিন

   

অহেতুক ত্যানা পেচানি বন্ধ করুন । ৫ জনের জন্য সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়ের বদনাম কেন হবে?

লেখা দেখুন; লেখককে নয় । শিবিরের এক বড় ভাই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এই পাঁচ শিক্ষার্থীকে দিয়েছিলেন রাজীবের ঠিকানা আর তাকে হত্যার নির্দেশ। আর নির্দেশ পেয়েই বিন্দুমাত্র দ্বিধায় না ভুগে রাজিবকে নির্মমভাবে হত্যা করে এরা। আজ পুলিশের কাছে স্বীকারোক্তিও দেন তারা, উদ্ধার করা হয় হত্যার উদ্দেশ্যে ব্যবহৃত অস্ত্র, আবার তারা বলেন এই হত্যার জন্য তারা অনুতপ্ত নয়। নিজের বিচার, বুদ্ধি, বিবেচনাবোধ শিবিরের এক বড় ভাইয়ের কাছে বন্ধক রেখে এই ধরণের নৃশংস কাজ করা কি আদৌ প্রকৃত কোনো মুসলমানের পক্ষে সম্ভব?মানলাম রাজিব নাস্তিক, কিন্তু নাস্তিক মারলেই কি বেহেশতে যাওয়া যায়?? যাই হোক, বিষয়টা এইটা নয়।

এই ৫ জনের শিক্ষাগত ব্যাকগ্রাউন্ড নিয়ে অনেক কথা হচ্ছে। কেউ বলছে, গেলো গেলো ; নর্থ সাউথ গেলো । কেউ বলছে, না নর্থ সাউথের ভাবমূর্তির সঙ্গে এটার কোন সম্পর্ক নেই। আবার কেউ মাঝামাঝি পন্থা অবলম্বন করে বলছেন; হ্যা, ভাবমূর্তি কিছুটা ক্ষুণ্ণ হয়েছে ; কিন্তু বেপার না। সত্যি বলতে কি, এই ৫ জনের জন্য ভার্সিটির বদনাম হয়েছে- আমি এই কথার সঙ্গে একমত নই।

মানলাম নাফিস + আজকের ৫টা সবগুলাইাকি হিজবুত তাহরির !(একটা পেজে দেখসি, মানলাম তারা শিবির -তাহরির দুটাই) । এর আগেও নর্থ সাউথে উগ্রপন্থা মাথা চাড়া দিয়ে উতছে, ব্লা ব্লা ব্লা ইত্যাদি শুনেছিলাম । আচ্ছা , সবই মানলাম । কিন্তু এতে বিশ্ববিদ্যালয়ের কি দোষ ? পেপারে পড়েছিলাম (খুব সম্ভবত আনিসুল হকের লেখায়) "দেশলাই দিয়ে আমরা জ্ঞানের আলো জালবো, নাকি বইমেলায় আগুন দিবো সেটা আমাদের হাতে। " এই ৫ জন কি করসে , সেইটা সম্পুর্ন এই ৫ জনের উপরই বর্তায়; সম্পূর্ণ ভার্সিটি নিয়া টানাটানি কেন রে বাপু?? গোলাম আযম ও ঢা.বি.র ছাত্র , আবার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গির, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ঢা.বি.র ছাত্র।

তার মানে কি এরা সবাই একি গোত্রের ??? নর্থ সাউথ এর সবাই শিবির !!!! কি আজিব কথা! সবখানে ত্যানা পেচানোর দরকার কি? আমার ব্যাচে যেমন ছাত্রলীগের পোলাপাইন আছে; তেমনি দলের ও আছে। শিবিরের কর্মি যেমন আছে ( বর্তমানে জেলে,হলের পোলাপাইনের মাইরের চোটে কোমর ভেঙ্গে গেসে), ইসলামি ছাত্রি সংস্থার কর্মি যেমন আছে; ঠিক তেমনি আমার মত ২-৪ টা মাথা নষ্ট বাম সমর্থক (ছাত্র ফ্রন্ট ) ও আছে। প্রত্যেকেই একি যায়গায় পড়ছি , অথচ প্রত্যেকের আদর্শ আলাদা। যাই হোক, কথা আর বাড়াবো না। আমার মতে এই ৫ জনের জন্য লজ্জা পাবারও দরকার নাই, দুঃখিত হবার ও দরকার নাই।

এরা শিবির, রাজাকারের বংশধর। এদের জন্য শুধুই ঘৃণা । এখন সরকারী - বেসরকারি বিভক্তির সময় নয়। এখন সময় এদের রুখে দাঁড়ানোর । জয় আমাদের নিশ্চিত।

আমার দৃঢ় বিশ্বাস নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অনেক দেশপ্রেমিক । কিন্তু আপনারা একটু চোখ-কান খোলা রাখবেন । দেশে বলতে গেলে এখন একটা যুদ্ধ চলছে । আপনাদের অংশগ্রহন সবাই চায়। আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন ।

সমমনা বন্ধুরা এক গ্রুপ হন । কাউকে সন্দেহ হলে তাকে ফলো করুন । তারপর পুলিশরে খবর দেন । কাউকেই ছাড় দেবেন না । আগেয় দেশ, তারপর বন্ধু।

১-২ টা শিবির বন্ধু (!) এর চেয়ে দেশটা অনেক মুল্যবান। জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড় । জয় বাংলা । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।