আমাদের কথা খুঁজে নিন

   

বিষয় "who viewed your profile" @ ফেইচবুক



ফেইচবুকে মাঝে মাঝে বিভিন্ন অ্যাপলিকেশন দেখা যায়, আপনার প্রোফাইল কে দেখেছে এই শিরোনামে। আমি ভুলেও ক্লিকাই না স্প্যাম এর ভয়ে। কিন্তু দোস্তরা দুমাইয়া ক্লিকাইতে থাকে এই সব আ্যপলুকেশন চোখে ফড়ার সাথে সাথেই। জুরিখবার্গ বলে দিয়েছেন উনি এমন অবস্থা ফেইচবুকে পাইতা রাখচেন যে ইহা অবাস্তব যে কেই হেইডা ভাংগবো। কিন্তু কারো কারো কাছে শুনচি ইহা নাকি সম্ভব। তারা দেখতে ফারে। আমার কোন খায়েশ নাই যে জানবো কেডা দেখছে ফ্রোফাইল। তয় আসলে কি ফারন যায়? এইডা জানবার খায়েশ আছে আপনে কি কন? এইডা আমার প্রত্তুম পোস্ট। দোয়া রাইখেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।