আমাদের কথা খুঁজে নিন

   

ইভটিজিং- কি বিষয়-কবে শুরু? কবে শেষ?



রাস্তায় দাড়িয়ে আছি। উল্টোদিক থেকে তিনজন কলেজ পড়ুয়া মেয়ে হেটে রাস্তা পার হচ্ছে। আমার ঠিক পাশে দাড়িয়ে থাকা দুজন ছেলে ওই মেয়েগুলোর দিকে তাকিয়ে বলছে- ''ওই দেখ ইভটিজিং আসছে। '' মেয়েগুলো যখন আমাদের পাশ দিয়ে গেলো তখন কিন্তু ছেলেগুলো কিছু বললো না। এখন আমাদের সবারই পরিচিত শব্দ- ইভটিজিং।

এর সংজ্ঞা কি? রাস্তাঘাটে বখাটে ছেলেরা কিশোরীদের উত্ত্যক্ত করলে তখন সেটা ইভটিজিং। তাহলে এবার বলুন কি করলে উত্ত্যক্ত করা হয় আর কতদুর করলে উত্তক্ত বোধ হয়। আমার আশঙ্কা হয়, যেভাবে ইভটিজিং নিয়ে বেশিরভাগ পত্রিকা এবং এনজিওগুলো রাস্তায় নেমেছে তাতে করে এটা ‌'বুমেরাং' না হয়। রাস্তায় বা বাসায় কোন নারীকে কোন ধরনের ইঙ্গিত করার আমি ঘোর বিরোধী। একজন মানুষ তার স্বাভাবিক জীবন যাপন করতে পারবেনা আরেকজন মানুষের জন্য, এটা সভ্য সমাজে মানা যায় না।

কিন্তু, ইভটিজিংকে যারা যৌননিপীড়নের মধ্যে ফেলতে চাইছেন তারা যদি ভাবেন এতে বখাটেদের জোরেশোরে ধরা হবে তাহলে ভুল করবেন। আমার নিবেদন তাদের প্রতি। এখনো 'যৌন' শব্দে আমাদের ভীতি আছে। যখনই কোন ইভটিজিং এর ঘটনায় যৌন শব্দটি ব্যবহার করা হবে তখন বখাটেদের শাস্তি পাওয়াতো দুরের কথা, উল্টোটা ঘটবে। অভিভাবকরা আর অভিযোগ তুলবেন না।

মেয়ের যৌন হয়রানির কথা লোকসমুখে আনতে কেউই চাইবেন না। ফলে ঘটনা ঘটবে কিন্তু সামনে আসবে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.