আমাদের কথা খুঁজে নিন

   

ভ্যালেনটাইন ডে এবং কিছু কথা



আর মাত্র ২ দিন। তারপর সেই প্রত্যাশিত ভ্যালেনটাইন ডে। এই দিনটা নিয়ে কত পরিকল্পনা। সবার প্রত্যাশা অনুযায়ী দিনটি কাটান এই আশা নিয়ে কিছু কথা বলছি। ভালোবাসার সংগা কি? কেউ কি বলতেপারবেন? যাই হোক, ভালোবাসা হচ্ছে প্রচন্ড শক্তিশালী একটা অনুভুতি।

এটা wiki থেকে বললাম। আসলে এটা এমন একটা বিষয় যেটা হয়তো explain করা যায় না। শুধু বোঝা যায়। কথা হচ্ছে আপনার ভালোবাসা কতটা নিস্বার্থ? আপনি কি আপনার ভালোবাসার প্রতিদান চান? ভাবছেন কি সব বলছি? আপনি কাউকে ভালোবাসলে শুধু তাকে জানান। সে আপনাকে ভালোবাসবে কি না সেটা তার ইচছা।

সে আপনাকে ভালো না বাসলে কি সেটা আপনার দোষ? আমরা যাকে ভালোবাসি তাকে পেতে চাই। তার ভালোবাসা পেতে চাই। তাহলে কি আমাদের ভালোবাসায় স্বার্থপরতা মিশে আছে? আমি যাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে না, সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো, আমার ভালোবাসা বুঝলো না তো আমার problem টা কোথায়? আমি তো তোমাকে ভালোবাসি। তুমি বুঝলা কি না তাতে কি এসে যায়? আমি কি আমার কোনো লাভের জন্য তোমাকে ভালোবাসি? না। আমি চাই আমার ভালোবাসা ভালো থাক।

আমি চাই তুমি সুখে থাক। তাহলেই আমার ভালোবাসা স্বার্থক। তুমি আমার হলে না, আমি তোমায় পেলাম না তাতে কি। ভালোবাসায় কখনো চাওয়া-পাওয়ার হিসাব রাখতে নেই। তাহলে কখনো কষ্ট পাবেন না।

চাওয়া-পাওয়ার হিসাব থাকলে তাতে শুধু কষ্ট টা বাড়বে। তাই নিস্বার্থভাবে ভালোবাসুন। ভালোবাসাকে মহান করুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।