আমাদের কথা খুঁজে নিন

   

কুমিল্লায় পাসের হার ৬১ শতাংশ

এবার এ বোর্ডে পাসের হার শতকরা ৬১ দশমিক ২৯ ভাগ, যা গত বছরের চেয়ে ১৩ দশমিক ৩১ ভাগ কম। গত বছর উত্তীণের্র হার ছিল ৭৪ দশমিক ৬০ শতাংশ।
এবার জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৩৯০। যা গত বছরের চেয়ে ২৪০ জন বেশি। গত বছর জিপিএ ৫  প্রাপ্তির সংখ্যা ছিল ২ হাজার ১৫০।


এবার এ বোর্ডের ৭ প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। একজনও পাস করতে পারেনি এমন কোনো প্রতিষ্ঠান নেই।
এ বছর ৮৮ হাজার ৬৯৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৫৪ হাজার ৩৫৯ জন উত্তীর্ণ হয়। ছাত্রদের পাসের হার ৬৩ দশমিক ২৮।

  ছাত্রীদের পাসের হার ৫৯ দশমিক ৩৫।
শনিবার দুপুরে বোর্ড সভা কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার পর পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ বলেন, “এবার বোর্ডে ইংরেজি বিষয়ে অনেক শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় ফলাফল খারাপ হয়েছে। ”
এবারের বোর্ড প্রথম হয়েছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ, দ্বিতীয় কুমিল্লা ক্যাডেট কলেজ এবং তৃতীয় হয়েছে কুমিল্লা ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। চতুর্থ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, পঞ্চম কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজ, ৬ষ্ঠ চাঁদপুরের আল আমিন একাডেমী, ৭ম চাদঁপুরের হাজীগঞ্জ মডেল কলেজ, ৮ম কুমিল্লা সোনার বাংলা কলেজ, ৯ম ফেনী সরকারি কলেজ, ১০ম ব্রাহ্মণবাড়িয়ার কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজ।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.