আমাদের কথা খুঁজে নিন

   

ওয়ার্ল্ডকাপের প্রথম ম্যাচে আমার নির্বাচিত বাংলাদেশ একাদশ



ব্যাটিং অর্ডার অনুসারে: ১. তামিম ইকবাল ২. ইমরুল কায়েস ৩. শাহরিয়ার নাফিস ৪. মো: আষ্রাভুল* ৫. সাকিব আল হাসান (দশ ওভার বোলিং) ৬. মুশফিকুর রহিম ৭. মাহমুদুল্লাহ (মাহমুদুল্লাহ ও নাঈম মিলে দশ ওভার বোলিং) ৮. নাঈম ইসলাম ৯. আব্দুর রাজ্জাক (দশ ওভার বোলিং) ১০. শফিউল ইসলাম (দশ ওভার বোলিং) ১১. রুবেল হোসেন (দশ ওভার বোলিং) * আষ্রাভুল হচ্ছে সাপ। সাপ যেমন গ্রীষ্মে পর্যাপ্ত খাবার সংগ্রহের পর শীতে শীতনিদ্রায় যায়, আষ্রাভুলও তেমনি সাপের মত এগ্রেসিভলি একটা বড় ম্যাচ উইনিং ইনিংস খেলে একবছরের জন্য শীত নিদ্রায় যায়। আমার অ্যানালাইসিস অনুসারে তার শরীরে জমানো খাবার শেষ। এখন সে শীতনিদ্রা হতে যেগে উঠে একটি বড় ইনিংস খেলে আবার শীতনিদ্রায় চলে যাবে। হতে পারে কাঙ্খিত সেই ইনিংসটি প্রথম ম্যাচেই। আর একটি বড় ইনিংস খেলা হয়ে গেলে শীতনিদ্রারত আষ্রাভুলকে আর দলে না রেখে ইনজুরির অজুহাতে তার জায়গায় অলক কে নেয়া যেতে পারে। ইনজুরড না হলেও ইনজুরি ঘটানো যেতে পারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।